somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমিই হয়ে যাই সামুর মডারেটর

০৯ ই এপ্রিল, ২০২২ রাত ৯:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



কয়েকদিন আগে মাননীয় মডারেটেরের কাছ থেকে কিছু সুনির্দিষ্ট বিষয়ে মতামত চাওয়া হয়েছে ব্লগারদের কাছে ! পরদিন সকালে ঘুম থেকে উঠে পোস্টটা চোখে পড়লো । তারপর মনে হল মডারেটর হওয়ার একটা পরীক্ষা দেওয়াই যাক । হতে পারে পোস্ট থেকেই আমাকে মডারেটর পদে নিয়োগ দেওয়া হল ! ;)
সেদিনই পরীক্ষা টরিক্ষা দিয়ে পোস্ট রেডি করলাম । তারপরই কেন জানি আর পোস্ট করলাম না । পোস্টটা কেবল মডারেটর কে মেইল করে পাঠিয়ে দিলাম । আজকে একজন সহব্লগারকে এই বিষয়ে পোস্ট করতে দেখে মনে হল আমিও আমার পোস্টা করেই ফেলি । সেই ভাবনা থেকেই পোস্ট টা করছি আজ ।

প্রথম পয়েন্টের যদিও বলা হয়েছে যে গত এক সপ্তাহে নির্বাচিত পাতায় যাওয়ার মত কত গুলো পোস্ট তার একটা দৈনিক তালিকা তৈরি করতে । আসলে এক সপ্তাহের পোস্ট তৈরি করতে অনেক বেশি সময় লাগবে । এতো সময় আসলে কারো হাতেই নেই । আমি কেবল ২৪ মার্চ রাত ৮টা হতে ২৬ শে মার্চ দুপুর পর্যন্ত কয়টি পোস্ট নির্বাচিত যাওয়া উচিৎ বলে আমি মনে করি তার একটা তালিকা তৈরি করলাম নিজের মত করে । এবং সাথে কেন তা মনে করি সেটাও উল্লেখ করলাম । তবে এখানে একটা ব্যাপার লক্ষনীয় যে আমি একটা কবিতা পোস্টও যোগ করি নি । কারণ কবিতা আমি একদম কম পড়ি । আমি কবিতা পোস্টে খুবই কম ঢুকি । কবিতা বুঝিও কম। এখানে আরেকটা ব্যাপার বলতে চাই যে নির্বাচিত পাতায় আমার নির্বাচিত লেখা গুলো যোগ হয়েছে কিনা সেটা সম্পর্কে আমি জানি না । আমি একবারও নির্বাচিত পাতায় ঢুকি নি । আমার নিজের একটা পোস্ট অবশ্য যোগ করার দরকার ছিল কিন্তু নিজেই নিজের পোস্ট কিভাবে নির্বাচিত করি! তাই করি নি !
লিস্ট
রঙ্গিন পাখা – ০৭ ছবি ব্লগ তো নির্বাচিত পাতায় যাওয়া উচিৎ । ব্লগারের ছবি তোলার হাত নিয়ে নিশ্চয়ই কারো সন্দেহ থাকার কথা না !
২৪ শে মার্চ, ২০২২ রাত ৮:৫৯

বাংলাদেশের গণবিধ্বংসী গণহত্যা গনহত্যা সম্পর্কিত লেখা । এই লেখা নির্বাচিত পাতায় যাওয়া উচিৎ ।
২৫ শে মার্চ, ২০২২ রাত ১২:২২

মাইক্রোটিক হ্যাপ এসি রাউটার সামুতে টেক পোস্ট তো বন্ধই হয়ে গেছে । ডিভাইস সম্পর্কে বর্ণনা ।
২৫ শে মার্চ, ২০২২ দুপুর ২:১০

আজকে জুম'আ নামাজ শেষে আমাদের হুজুরের অভিনব দোয়া। ব্লগিংয়ের একটা অংশ জুড়ে থাকে আমাদের দৈনন্দিন জীবন । এই পোস্টের বিষয় বস্তুও আমার কাছে তেমনই মনে হয়েছে । মনে হয়েছে লেখক তার বাস্তব জীবনের সাথে ঘটা ঘটনার সাথে যুক্ত করেছেন নিজেস্ব চিন্তা ।
২৫ শে মার্চ, ২০২২ সন্ধ্যা ৬:৫৭

বানান ভুল হয় কেন? করণীয় কী? বাংলা বানান সম্পর্কে গুরুত্বপূর্ন একটা পোস্ট । সকলের পড়া এবং জানা উচিৎ বলে মনে করি !
২৫ শে মার্চ, ২০২২ রাত ১১:৩৬

মুক্তির মন্দির সোপানতলে মুক্তিযুদ্ধের স্মৃতি । এছাড়া লেখিকার লেখার হাত সময়ই চমৎকার ।

অন্ধকারের গল্প লেখার ধরণ, শব্দের বুনন খুবই চমৎকার । সামুতে এমন চমৎকার গল্প এখন আর খুব একটা আসে না !
২৬ শে মার্চ, ২০২২ সকাল ৯:১৬

বাতাসের শব্দ এই লেখাটা নির্বাচিত করার পেছনে কারণ হচ্ছে লেখকের সুন্দর একটা বর্ণনা । বিশেষ করে ছোট বেলা স্মৃতির ভেতরে ঢুকে যাওয়া তারপর এক সময়ে বাস্তবে ফিরে আসা ।
প্রকাশের সময় ২৬ শে মার্চ, ২০২২ দুপুর ১:২২

আর আর আর মুভি রিভিউ সামুতে একদম কম । এই রিভিউটা আরও একটু যুৎসই হলে বেশ ভাল হত ! তবে নির্বাচিত পাতায় বৈচিত্রতা আনার জন্য এটা নির্বাচিত যেতেই পারে !
২৬ শে মার্চ, ২০২২ দুপুর ১:২২

দুই নম্বর বিষয়। কপি পেস্ট
এই দুইদিনের পোস্ট গুলোর মধ্যে আমি কপি পেস্ট পোস্ট খুজে পাই নি । আসলে আমি কিভাবে কপি পেস্ট পোস্ট খুজে পাই । সামুতে যখন কোন লেখা পড়ে আমার মনে সন্দেহ জাগে যে পোস্টটা কপি পেস্ট হতে পারে তখনই সেটা গুগলে সার্চ করি । তবে বেশির ভাগ ক্ষেত্রেই আমার মনে হয় না যে লেখাটা কপি পেস্ট । সেই ক্ষেত্রে এমনটা হওয়া খুব স্বাবাবিক যে আমার পোস্ট পড়ে মনে হয় নি পোস্ট টি কপি পেস্ট অথচ সেটা কপি করা ! কিন্তু ব্লগ প্যানেলের দায়িত্বের ভেতরে পড়া পোস্ট গুলো চেক করে দেখা । সাধারন ব্লগারদের দায়িত্ব এটা না । ব্লগাররা সবাই সব পোস্ট পড়বে না । তাই অনেকের চোখেই অনেক পোস্ট এড়িয়ে যেতে পারে । মাননীয় মডারেটর সাহেবকে কমেন্টের প্রতিউত্তরে খানিকটা হতাশা প্রকাশ করতে দেখলাম যে তিনি বলছেন কেন নির্দিষ্ট কিছু ব্লগারদের ব্যাপারেই ব্লগার সচেতন অন্য ব্লগারদের ব্যাপারে নয় কেন! ঐ যে আবার বললাম ব্লগারদের দায়িত্বের ভেতরে এটা মোটেই পড়ে না। কেউ কেউ স্ব ইচ্ছেয় কাজটা করতে পারে যখন তাদের সামনে কিছু চোখে পড়ে যায় তখন । আমার চোখে পড়লেই আমি রিপোর্ট করি । কিন্তু আমার নিজের অনেক পোস্ট পড়া হয় না কিংবা পড়ে মনে হয় না যে কপিপেস্ট । তখন সেই পোস্ট আমি অবশ্যই সার্চ করি না । এখন সেই না পড়া পোস্টের ভেতরে কেউ কপি পেস্ট করলে আমি কিভাবে বুঝবো !
কপি পেস্টের ব্যাপারে তিন টি অপশান মডারেটর সাহেব জানতে চেয়েছেন যে কী করা উচিৎ ?
প্রথম কয়েকবার অর্থ্যাৎ কেউ যখন দুই তিনবার কপি পেস্ট করবে তখন কেবল মাত্র ওয়ার্নিং দিয়ে পোস্ট এডিট কিংবা রিমুভ করে দেওয়াই শ্রেয় বলে মনে করি । কিন্তু যখনসেটা তিন চারবার ক্রস করবে তখন পোস্ট দাতাকে অবশ্যই নীতিমালার আওয়ায় আনা দরকার । যেমন তিন থেকে সাত দিনের জন্য পোস্ট করতে না দেওয়া । এবং তাকে আবারও সাবধান করা । তবে মন্তব্য করতে দেওয়া উচিৎ । তবে আবারও যদি পরে সে কপিপেস্ট চালিয়েই যায় তাহলে প্রতি ধাপে নীতিমালার পরিমানটা বাড়ানো দরকার !
যেমন ৩ বারের বার তিন দিন পোস্ট করার অপশন বন্ধ । ৫ বারের বার একমাস পোস্ট করার অপশন বন্ধ !



তিন নম্বরের ক্ষেত্রে -
এখন বিজ্ঞাপনই সামু ব্লগের সব থকে বড় আয়ের উৎস । এখন এই একটা সাইট থেকে বিজ্ঞাপন দিয়ে কি মাসে এই চার লক্ষ টাকা আয় করা সম্ভব ? এখনও গুপ্ত ভাবে সামুর এক্সেস ব্লক রয়েছে । এই সময়ে অন্য কোন কোম্পানী কেন আসলে তাদের বিজ্ঞাপন দেবে সামুতে ?
কোন সাইটের সব থেকে বড় ব্যাপারটা হচ্ছে আগে আমি সেই সাইটে প্রবেশ করবো । ধরুন আমি দোকান দিলাম । এখন সেই দোকানের দরজাই বন্ধ । খোলে না । মানুষজন কোন দুঃখে সেই দোকানে যাবে । দোকান হওয়ার ব্যসিক ব্যাপারটাই তো নেই সেখানে । ব্লগে যদি মানুষ ঢুকতেই না পড়লো তাহলে অন্য সব কিছু ইনভ্যালিড হয়ে যায় !
যে সাইটে আসলে ঢোকাই যায় না সেখানে কোন কোম্পানিই বিজ্ঞাপন দিতে আগ্রহী হবে না ! কোন কোম্পানীকে যত মধুর কথাই শোনানো যাক না কেন তার কোন ভাবেই বিজ্ঞাপন দিতে আগ্রহবোধ করবে না কিংবা করলেও পর্যাপ্ত অর্থ প্রদানে সম্মত হবে না ! এই ক্ষেত্রে কী করনীয় ?
সরকারি ভাবেই সামু ব্লগ ব্যান মুক্ত । কিন্তু গুপ্ত ভাবে ব্যান রয়েছে । এটা থেকে সঠিক ভাবে পরিত্রানের কোন উপায় নেই আমাদের হাতে নে। সেই ক্ষেত্রে বিকল্প ব্যবস্থা করা ছাড়া আর কোন উপায় নেই। বিকল্প রাস্তা ! কদিন আগে নেত্র নিউজ নামে একটা নিউজ সাইটে ঢুকার জন্য তার এড্রেস টাইপ করলাম । দেখলাম সেইটা আমাকে অন্য একটা এড্রেসে নিয়ে গেল ডোমেইন নেমটা অন্য হলেও সাইটটা সেই নিউঝ সাইটেরই । এমন কিছু সামুর বেলাতেও করা যায় যাতে অটোমেটিক ভাবে সামুর পাতায় চলে আসে । সামুর টেকননিক্যাল টিম আছে । তারা এটা ভাল ভাবে করতে পারবেন আশা করি ! এর আগেও এমন কিছু প্রস্তাব আনা হয়েছিলো কিন্তু ব্লগ প্যানেল থেকে বলা হয়েছিলো যে এমনটা করা মানে হচ্ছে অন্যায়ের কাছে মাথা নত করা । কিন্তু এখন তো ব্যাপারটা তেমন নয় । এখন ব্যান মুক্ত সরকারি ভাবেই তারপরেও অন্যায় ভাবে সামুতে মানুষ ঢুকতে পারছে না । সেই জন্য বিকল্প ব্যবস্থা তৈরি করা যেতে পারে !

অবশ্যই সামুর মোবাইল এপস তৈরি করতে হবে । এখন মোবাইলের যুগ ! সত্যি বলতে কি আমি বর্তমানে পিসির চেয়ে মোবাইল দিয়েই সামুতে প্রবেশ করি বেশি । ব্রাউজার ওপেন করি তারপর বুক মার্কে গিয়ে সেখানে ক্লিক করি । এপ থাকলে এমনটা করতে হত না ! মানুষ যে কোন কিছু কেবল হাতের একটা দুইটা টাইপ, কম কষ্টে খুজে পেতে চায় । সে জন্য মোবাইল এপ অবশ্যই দরকার । এই মোবাইল এপস থাকলে নিঃসন্দেহ ভাবে সামুর ভিজিটর বাড়বে । এবং ভিজিটর বৃদ্ধি মানেই হচ্ছে বিজ্ঞাপন আকর্ষণ !


প্রতিমাসে ব্লগারদের লেখার জন্য একটা সামান্য পুরস্কারের ব্যবস্থা করলে মান সম্মত লেখার ব্যাপারে একটা আগ্রহ বাড়বে ! আর লেখার মান যত বাড়বে মানুষজন তত আগ্রহ নিয়ে পড়তে আসবে। খুজে খুজে পড়বে । আপনারা হয়তো জানেন না প্রায়ত ব্লগার ইমন জুবায়েরের ব্লগ ২০১৩ সালের পর থেকে এখনও পর্যন্ত ১৭ লক্ষ বার ভিজিট হয়েছে । যখন তিনি মারা যান তখন তার ব্লগে ভিজিট সংখ্যা ছিল ৭ লক্ষের মত। একটা ব্লগ গত ৯ বছরে একটা পোস্ট না দিয়েও ১০ লক্ষ বার ভিজিট হয়েছে । যেখানে প্রতিদিন পোস্ট কারী ব্লগারদের ভিজিট হয় না । তারটা কেন হয় !
অনেকেই সামুর ভিজিট কমে যাওয়ার পেছেন নানান সমস্যার কথা বলেন কিন্তু আমার কাছে তো মনে হয় যে সামু ভিজিট কমে যাওয়ার প্রধান কারণই হচ্ছে মান সম্মত লেখা কমে যাওয়া ! এই লেখা বৃদ্ধির জন্য সামু কর্তপক্ষে আদৌও কি কোন উদ্যোগ গ্রহন করেছে?

কদিন আগে ছবি ব্লগ প্রতিযোগিতা করেছিল সামু । সেখানে আমরা দেখি কত চমৎকার সব ছবি ব্লগ এসেছে। গত দুই মাসে কয়টা ছবি ব্লগ দেখেছেন? মরুভূমির জলদস্যু ছাড়া আর কে সামুতে ছবি ব্লগ দেয় বলুন ? কিন্তু তখন কত গুলো পোস্ট এসেছিলো মনে আছে ?

বিজ্ঞাপন আনার জন্য প্রথম কাজ হচ্ছে ব্লগে এক্সেস পাওয়ার সিস্টেম । এবং মান সম্মত পোস্ট । এই দুইটা কাজ করলে সামুর ভিজিটর বাড়বে । আপনি যদি এক্সেসের ব্যাপারটা ঠিক না করতে পারেন তাহলে কোন এড পিচেই কাজ হবে না ।


এবার আসা যাক বিজ্ঞাপন ব্যতীত অন্য উপায়ে টাকা আয়ের কথায় !

বিজ্ঞাপন ছাড়া মাসে মাসে আসলে চার লক্ষ টাকা আয় আমার চোখে একেবারে অসম্ভব মনে হচ্ছে । অনেক সময় অনেক ব্লগার নানান পরামর্শ দিয়ে থাকেন !

কেউ কেউ বলেছেন মাসিক অনুদানের ব্যবস্থা করতে ! কিংবা সবস্ক্রিপশনের ব্যবস্থা করতে ! এটা প্রথম প্রথম সবাই হয়তো অংশ গ্রহন করবে কিন্তু দিন যতই এগিয়ে যাবে ততই মানুষের আগ্রহ কমে যাবে ! মিডিয়াম নামে একটা আমেরিকান সাইট আছে । বাংলাদেশ থেকে তার এক্সেস বন্ধ । সেই সাথে লেখকরা সাবস্ক্রিপশন করেই ব্লগ পড়ে । এবং যে ব্লগ পড়ে সেই লেখক একটা এমাউন্ট পায় ! আমাদের সামুতে সেই রকম সিস্টেম করা কি আদৌও সম্ভব? আমাদের বর্তমান পেক্ষাপটে সেটা আসলে একদমই সম্ভব না !
কেউ বলেছেন সামু একটা প্রকাশনা বের করুক । কিন্তু বাংলাদেশের প্রকাশনা ব্যবস্থার যা অবস্থা তাকে এই বুদ্ধি আসলেই কোন কাজে দেবে কিনা কে জানে ! অন্তত মাসে চার লাখ টাকা আয়ের কোন উপায় হবে না এই টুকু নিশ্চিত ভাবেই বলা যায় !
এই দিক দিয়ে আমি আসলে কোন উপায় দেখছি না । সামুর যেহেতু একটা ব্রান্ড ভ্যালু আছে তাই কোন একটা কোম্পানীর সাথে যদি সামু যুক্ত হতে পারে এবং সেখান থেকে অর্থের একটা ব্যবস্থা যদি করা যায় তবে হয়তো কিছু হতে পারে । কিন্তু অন্য প্রতিষ্ঠান যখন নিজেদের টাকা ঢালবে তখন অবশ্যই তাদের নিজেদের স্বার্থও তারা দেখবে । তখন সামুর নিজের স্বার্থ কতখানি রক্ষা হবে সেটা দেখার বিষয় !

কিভাবে মাসে মাসে সামু টাকা আয় করতে পারে সেটা নিয়ে আলাদা একটা পোস্ট করবো ভাবছি । যুগান্তকারি সব আইডিয়া থাকবে সেখানে । ;)

যাই হোক আজকে এই পর্যন্তই ।
ব্লগার নিমোকে ধন্যবাদ । সে পোস্ট না করলে হয়তো এই পোস্ট আমি দিতামই না !

হ্যাপি ব্লগিং ...



ছবিটা ক্যানভা দিয়ে আঁকা হয়েছে ।
সর্বশেষ এডিট : ০৯ ই এপ্রিল, ২০২২ রাত ৯:৪৬
৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বই : টক অব দ্য টাউন

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৮ শে ডিসেম্বর, ২০২৫ রাত ৯:০৮

বই : টক অব দ্য টাউন



একটি বই হঠাৎ করে এতটা আলোচনায় আসবে আমরা কি ভাবতে পেরেছি ?
বাংলাদেশের মানুষ অতি আবেগপ্রবন , বর্তমান রাজনৈতিক অস্হিরতার মধ্যে ও
বাঙালীর স্বভাবসুলভ অনুসন্ধানী... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসা শিক্ষা, বৈশ্বিক রাজনীতি, সহিংসতা ও জঙ্গিবাদ

লিখেছেন শ্রাবণধারা, ২৯ শে ডিসেম্বর, ২০২৫ ভোর ৪:৪৫


লেখাটির শুরুতে একটি ভূমিকা দেওয়া যাক। সর্বশেষ দেশে গিয়ে কয়েকদিন গ্রামের বাড়িতে ছিলাম। উত্তরবঙ্গে, নিতান্ত অনুন্নত আমাদের সেই গ্রামে এতগুলো কওমি মাদ্রাসা হয়েছে দেখে অবাক হয়েছিলাম। আগে গ্রামে... ...বাকিটুকু পড়ুন

ঢাকার মানুষের জীবন

লিখেছেন অপু তানভীর, ২৯ শে ডিসেম্বর, ২০২৫ দুপুর ১২:১৪


ঢাকাতে মানুষ বড় বিচিত্র ভাবে বেঁচে থাকে। নিয়মিত ঢাকার রাস্তার ঘুরে বেড়ানোর কারণে এই রকম অনেক কিছু আমার চোখে পড়ে। সেগুলো দেখে মনে হয় মানুষ কত ভাবেই... ...বাকিটুকু পড়ুন

পৃথিবীর কিছু অঞ্চলে প্রায় সারা বছর বৃষ্টিপাতের কারণ কী?

লিখেছেন নতুন নকিব, ২৯ শে ডিসেম্বর, ২০২৫ দুপুর ২:৪৯

পৃথিবীর কিছু অঞ্চলে প্রায় সারা বছর বৃষ্টিপাতের কারণ কী?



পৃথিবীর কিছু অঞ্চলে প্রায় সারা বছরই বৃষ্টিপাত হয়। মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, আফ্রিকার কিছু দেশ এবং দক্ষিন আমেরিকার কিছু দেশ ও অঞ্চলে বছরের... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কখনো এমন করে বলতে পেরেছে কি?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২৯ শে ডিসেম্বর, ২০২৫ বিকাল ৩:০৫


ভারতে গরু ও গোমাংস নিয়ে হত্যা বা সহিংসতার নির্দিষ্ট সংখ্যা বলা কঠিন কারণ এটি রাজ্য, সামাজিক দৃষ্টিভঙ্গি এবং 'গরু রক্ষা' বাহিনী ইত্যাদীর কারণে একেক যায়গাতে একেক রকম। ভারত গোমাংস... ...বাকিটুকু পড়ুন

×