হুমায়ূন আহমেদের আজ রবিবার নাটকটা দেখেন নি, সামু ব্লগে মনে হয় এমন মানুষ খুব কম আছে । তারপরেও যদি নাটকটা না দেখে থাকেন তাহলে ইউটিউব থেকে সেটা দেখে আসার অনুরোধ রইলো । মসয়টা ভাল যাবে আশা করি । তাহলে এই পোস্টটাতে আরও ভাল করে মজা নিতে পারবেন আশা করি। যাই হোক, এই নাটকের বিভিন্ন দৃশ্য নিয়ে অনলাইনে অনেক মিম চালু আছে । মনে হল যে এই মিম গুলো আমাদের সামু ব্লগারদের জন্যও একেবারে খাপে খাপে মিলে যেতে পারে । আলাদা ভাবে কিছু বানানোর পরিকল্পনা ছিল কিন্তু পোস্ট করতে গিয়ে দেখি আলাদা ভাবে কিছু লেখার দরকারই নেই । সরাসরি নাটকের দৃশ্যই এখানে মানান সই হয়ে হবে । আসুন দেখে নেওয়া যাক সেই মিম গুলো !
প্রথম মিমটা হচ্ছে যখন কোন ব্লগার ব্লগ ছেড়ে যাওয়ার ঘোষণা দিয়ে পোস্ট দেন !

পোস্ট করার সাথে সাথেই কেউ কেউ পোস্টে পন্ডিতি করতে হাজির হয়ে যায়

আমাদের ব্লগে কিছু ব্লগার আছে যাদের আসলে ব্লগে হওয়া কোন ঘটনাতেই কিছু যায় আসে না । এক সময়ে আমি নিজেও এমন ব্লগার ছিলাম । এখনও অনেকেই এমন ব্লগার আছে !

মিম কিংবা ফান পোস্ট দেওয়ার পরেই কিছু ব্লগার রেগে যায় । তখন আমার মনের ভাব অনেকটা এমন হয় !

মন্তব্যের উত্তরে প্রায় সব ব্লগারই যা বলে থাকেন

পোস্ট আলোচিত পাতায় যাওয়া কিংবা অনেক গুলি মন্তব্য পাওয়ার পরে উক্ত ব্লগারের মনভাব

কয়েকজন ব্লগার আছে যাদের আসলে সব কিছুতেই সমস্যা । পোস্ট নিয়ে সমস্যা, মন্তব্য নিয়ে সমস্যা অনলাইনে থাকলে সমস্যা না থাকলে সমস্যা । তাদের জন্য এই মিম

কিছু ব্লগারদের হাটে হাড়ি ভেঙ্গে দেওয়ার পরেও তাদের মনভাব

ক্যাচাল পোস্ট দেওয়ার পরে কয়েকজন ব্লগারের মনভাব

কিছু কিছু ব্লগারদের পোস্ট আর মন্তব্য দেখে অন্য ব্লগারদের মনভাব

যে ব্লগারদের ব্লগের চিন্তায় ঘুম আসে না

মডারেটর যখন কোন ব্লগারের কথা না শুনে তার বিরুদ্ধেই ব্যবস্থা গ্রহন করে তখন

কিছু ব্লগার অন্য ব্লগারদের এমন ভাবে তোষামদী করে বেড়ায় যে পোস্টে পোস্টে বলে বেড়ায়

পছন্দ শব্দটা না হয়ে চামচামি হবে আসলে

যারা সব সময় চায় তাদের নিয়ে কথা হোক

অপছন্দের ব্লগার কিছু পোস্ট করলেই তা কিছু ব্লগারদের কাছে যা মনে হয়

দিন শেষে আমরা সবাই সামুর ব্লগার

আজকের মিম পোস্ট এই পর্যন্তই । সামনের দিনে বড়চাচা ফিচারিং সামু ব্লগার্স নিয়ে আলাদা আরেকটা পোস্ট দিব ভাবছি । মিম পোস্টের সকল ছবি মিমলেট ওয়েবসাইট থেকে সগ্রহ করা হয়েছে ।
সর্বশেষ এডিট : ১২ ই জুন, ২০২২ সন্ধ্যা ৭:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


