আপনার ব্লগটা আপনার নিজের করা বাগানের সাথে তুলনা করতে পারেন । আপনি আপনার বাগানে নানান গাছ পালা লাগলেন । নানান জাতের গাছ আছে সেখানে । ফুলের গাছ থেকে শুরু করে সবজি ফলজ সব ধরনের গাছই আপনি রোপন করতে পারেন । এখন আপনার এই বাগান দেখতে অনেক মানুষ এসে হাজির হতে পারে । গাছ দেখে, বাগান দেখে তারা নানান রকম মন্তব্য করতে পারে । কেউ বলতে পারে আপনার বাগানটা ভাল হয়েছে, চমৎকার হয়েছে, কেউ বলতে পারে বাগানটা সাধারণ একটা বাগান । অথবা কেউ বলতে পারে এই গাছটা লাগানো ঠিক হয় নি, ঐ গাছটা সুন্দর নয়, এখানে আগাছা জন্মেছে । রাস্তাটা পরিস্কার নয় । কেউ আবার কিভাবে বাগানটাকে আরও সুন্দর আরও চমৎকার করা যায় সেই ব্যাপারে আপনাকে পরামর্শ দিতে পারে । কোথায় সার পাওয়া যায়, কোথা থেকে ভাল গাছ আপনি কিনে আনতে পারেন এই ব্যাপারে আপনাকে নানান রকম পরামর্শ দিতে পারে । আপনি আপনার বাগানটাকে আরও উন্নত করতে সেই সব পরামর্শ সমালোচনা গ্রহন করতে পারেন । কিন্তু হঠাৎ করে দেখলেন আপনার বাগানে রামপাঠা ঢুকে গেল । এরা দেখবেন আপনার বাগানের কোন গাছ কেমন গাছ ভাল খারাপ গাছ মন্দ গাছ এই নিয়ে কোন কথাই বলবে না কিংবা বলতে পারবে না । এটা বাগানে ঢুকবে কেবল মাত্র আপনার গাছ নষ্ট করতে । বাগান নষ্ট করে তারপর সেখানেই মলমুত্র করে চলে যাবে ! আপনি তখন আপনার বাগান নষ্টের হাত থেকে রক্ষা করতে কী করবেন ? ঐ নির্দিষ্ট রাম পাঠাকে বাগানে ঢুকতে দিবেন না । এটাই তো স্বাভাবিক ব্যাপার ।
যাই হোক কথা বার্তা অন্য দিকে চলে যাচ্ছে । মূল পোস্টে ফিরে আসি । আজ সকালে পোস্ট চেক করতে গিয়ে দেখি ব্লগার ঢাবিয়ানের একটা পোস্টে অনেকে মন্তব্য করেছেন যে তারা কিভাবে নির্দিষ্ট কোন ব্লগারকে কমেন্ট ব্যান করতে হয় সেটা জানেন না । বিশেষ করে ব্লগার মরুভূমির জলদস্যু ভাইয়ের মন্তব্য দেখে মনে হল একটা পোস্ট করা যায় । আসুন সেটাই আপনাদের ছবির মাধ্যমে জানিয়ে দিই । এই পোস্টের ছবির জন্য আমি আমার আরেকটা নিক ব্যবহার করেছি ।
প্রথম কাজ হবে যে ব্লগারকে আপনি কমেন্ট ব্যান করতে চান সেই ব্লগারের নিকের নাম আপনাকে জানতে হবে ! নিকের নাম জানতে সেই ব্লগারের ব্লগ পেইজে যান তারপর নিচের ছবির মত করে কেবল মাত্র সেই অংশ টুকু কপি করুন ।
এরপর নিজের প্রোফাইলের ফিরে আসুন । একেবারে উপরের দিকে যান । তারপর নিচের ছবির স্থানে ক্লিক করুন ।
ক্লিক করলেই নিচের মত আসবে । সেখান থেকে কমেন্ট মডারেশনে যান
এবার একটু নিচে আসুন । বাঁ দিকে দেখতে পাবেন অন্যান্য তালিকা । সেখান থেকে নিষিদ্ধ তালিকাতে ক্লিক করুন
নিষিদ্ধ তালিকাতে ক্লিক করলে নিচের তালিকা আসবে । এখানে আপনি কাকে কাকে কমেন্ট ব্যান করেছেন তার একটা তালিকা দেখতে পাবেন !
এই তালিকাতে নতুন করে কাউকে যোগ করতে চাইলে নিষিদ্ধ তালিকায় এড করুনে ক্লিক করুন ।
এরপর নিচের মত করে উইনডো আসবে।
এরপর একটু আগে যার ইউজার আইডি কপি করেছিলেন (যাকে কমেন্ট ব্যান করতে চান) সেইটা এখানে পেস্ট করে দিন । তারপর এড করুন এ ক্লিক করুন । রিফ্রেশ করলেই দেখতে পারেন নতুন নিষিদ্ধ তালিকা ।
একই ভাবে যদি কাউকে নিষিদ্ধ তালিকা থেকে বাদ দিতে তান তাহলে উপরের মত নিষিদ্ধ তালিকা থেকে বাদ দিতে চান তাহলে নিষিদ্ধ তালিকা পর্যন্ত এসে ''নিরাপদ'' এ ক্লিক করবেন ।
আপনি আপনার ব্লগে যে কাউকে মন্তব্য করতে নাই দিতে পারেন । এটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার । এখানে আসলে অন্য কারো কোন কিছু বলার নেই । উপরের উদাহরন যদি দিই আপনি নিশ্চয়ই আপনার বাগানে কোন রাম ছাগলকে ঢুকতে দিবেন না । কারণ রাম ছাগল আপনার বাগানের পরিবেশ নষ্ট করবে ।
অনেকে রামপাঠাদের কে নিজেদের বাগানের ভেতরে ঢুকে মলমুত্র করতে দেন, আমার আসলে এতো সময় নেই, এতো ধৈর্য্যও নেই । বাস্তবে জীবনেও দুপেও জানোয়ারদের কাছ থেকে আমি সব সময় দুরত্ব বজায় রেখে চলেছি, অনলাইনেও তাই । আপনাদের কাছে পরামর্শ হচ্ছে আপনারাও তাই করুন।