প্রতিদিন সামুতে কত রকম পোস্ট আসে । এখনকার তুলনাতে আগে অনেক বেশি পরিমানে পোস্ট আসতো । তবে পোস্ট আসা কিন্তু বন্ধ হয় নি আশা করি যে বন্ধ হবে না । এই পোস্ট গুলো ব্লগারগন লিখছেন সেই পোস্ট লেখার হাতিহার গুলো কেমন তা কি কখনো জানতে ইচ্ছে করেছে । আমি বলতে চাইছি যে এই এতো এতো পোস্ট আসছে সেই পোস্ট গুলো যে ব্লগাররা লিখছেন সেই লেখার টুলস গুলো দেখতে কেমন সেটা জানতে ইচ্ছে করে কি কখনও ? হয়তো করে আবার হয়তো করে না ।
আমাদের সামুতে বর্তমানে একটিভ ব্লগারের সংখ্যা খুব বেশি নেই । যারা একটিভ আছেন তারা মোটামুটি নিয়মিতই ব্লগে ঢু মেরে যান । তাই আশা করি এই সকলের কাছেই এই পোস্টটি যাবে । সকল ব্লগারদের কাছ তাই অনুরোধ করছি যে তারা যে টুলস দিয়ে সামুতে ব্লগিং করেন তার ছবি পাঠিয়ে অন্য সকল ব্লগারদের তা দেখার সুযোগ করে দিন । আপনারা যে সাধারণ কিংবা অসাধারণ পোস্ট সামুতে লেখেন সেটা লিখতে কোন টুলস ব্যবহার করেন তার একটা ছবি ব্লগের পাতায় জমা থাকুক ।
একই রকম একটি পোস্ট ব্লগার এস.কে.ফয়সাল আলম দিয়েছিলেন সেই ২০১২ সালে । পোস্টটি এখান থেকে দেখতে পারেন । এবং আমি নিজেও তার বছর দুয়েক পরে একই ধরণের আরেকটি পোস্ট দিয়েছিলাম যেখানে অনেক অনেক ব্লগারদের ব্লগিংটুসল এর ছবি ছিল । কিন্তু বর্তমানে যারা সামুতে ব্লগিং করছেন তাদের অনেকের ব্লগিং টুলসের ছবি সেখানে নেই । তাই আবারও একটা আপডেট ভার্শন সোস্ট দেওয়া যাক ।
নিচে একটি গুগল ডক ফাইলের লিংক যুক্ত করে দিলাম যেখানে আপনি আপনার ব্লগ নিক এবং আপনার ব্লগিং টুলস এর ছবি যুক্ত করতে পারেন । অথবা আপনি মেইল করেও জানাতে পারেন । একটা ব্যাপার অবশ্যই মনে রাখবেন আপনি আপনার নিক এবং ছবি দুইটাই যুক্ত করবেন ।
গুগল ডক ফাইল
Email: [email protected]
যদি কোন কারণে ডকে পোস্ট জমা না হয় তাহলে ইমেল করে ছবি পাঠাতে পারেন ।
আশা করি সকল ব্লগারেরা নিজেদের ব্লগিং হাতিয়ারের ছবি পাঠাবেন । সেই সব ছবি নিয়ে আলাদা একটা পোস্ট দেওয়া হবে । তবে যদি আশানূরূপ রেসপন্স না পাওয়া যায় তাহলে অবশ্য পোস্ট করা হবে না । আপনি যতগুলো ডিভাইস দিয়ে ব্লগিং করেব সব গুলোর ছবিই আপলোড করবেন আশা করি । একসাথে সব গুলোর ছবি তুলতে পারেন অথবা আলাদা আলাদাও আপলোড করতে পারেন । সবার কাছে অনুরোধ থাকবে যে ছবি এই মাসের ৩০ তারিখের ভেতরে পাঠাবেন । ১/২ তারিখে পোস্ট দেওয়ার ইচ্ছে রয়েছে ।
হ্যাপি ব্লগিং
এই পোস্টের মন্তব্য সুবিধা বন্ধ ছিল তবে এখন খুলে দেওয়া হয়েছে ।
সর্বশেষ এডিট : ৩০ শে এপ্রিল, ২০২৩ রাত ১১:২২