
ব্লগ লেখার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো লিখিত পোস্টের বানান এবং ব্যাকরণ সঠিকভাবে লেখা। কিন্তু দুঃখের বিষয় হলো, বর্তমানে যারা ব্লগ লেখেন তাদের মধ্যে খুব কমই এই বানানের প্রতি যত্নশীল। বেশিরভাগ ব্লগারই বানানের ব্যাপারে যত্নবান নন। প্রত্যেকের লেখাতেই প্রচুর বানান ভুল থাকে এবং ব্যাকরণের সমস্যা থাকে। অন্যকে দোষ দিয়ে লাভ কী, আমার নিজের বেলাতেও তো এমন হয়! আমার নিজের লেখাতেও অনেক বানান ভুল থাকে। আমার প্রধান সমস্যা হলো কোনো লেখা শেষ করার পর সেই লেখাটি আরেকবার আর পড়তে ইচ্ছে করে না। প্রথম টাইপে ভুল থাকা স্বাভাবিক। কয়েকবার রিভিশন দিলে লেখার অনেক ভুলই দূর হয়ে যায়।
যেহেতু এই একই দোষে আমি নিজেই দোষী, সেই বিষয়ে অন্যকে দোষারোপ করা আমার সাজে না। তাই এই সমস্যা দূর করার একটি সহজ পদ্ধতি নিয়ে এলাম। এখন থেকে খুব সহজেই এআই ব্যবহার করে নিজেদের বানানের ভুল প্রায় শতভাগ ঠিক করে নিতে পারেন। "প্রায়" বলছি কারণ এখনও বাংলা ভাষায় এআই শক্তিশালী হয়ে ওঠেনি। আশা করি, সামনে এর উন্নতি হবে!
আমি এই কাজে চ্যাটজিপিটি ব্যবহার করা শুরু করেছি।
প্রথমে আপনি আপনার লেখা লিখে শেষ করুন। তারপর সেটা কপি করুন। তারপর chatgpt.com এ চলে আসুন। নিজের একাউন্টে লগিন করুন! (এখন সম্ভবত লগিন ছাড়াও কাজ চলে । তবে একাউন্ট থাকলে ভাল)

এরপর চ্যাটবক্সে লেখা পেস্ট করার আগে নিচের বাক্যটি লিখুন:
"নিচের লেখার বানান এবং ব্যাকরণ সংশোধন কর।" (এটা আমার নিজের কমান্ড। আপনারা চাইলে নিজেদের মতো করে কমান্ড লিখতে পারেন।)
ব্র্যাকেট দিন এবং তার ভেতরে নিজের লেখা পেস্ট করুন। এবং এন্টার চাপুন!

দেখবেন কী চমৎকারভাবে আপনার লেখার বানান এবং ব্যাকরণ ঠিক করে দিয়ে পোস্ট এনে হাজির করেছে।

কোন কোন বানান ও ব্যাকরণ ঠিক হলো আপনাআপনিই চলে আসে । যদি না আসে তাহলে সেটা জানার জন্য নিচের চ্যাটবক্সে লিখতে পারেন: "কী কী ঠিক করলে?"
দেখবেন বিস্তারিত সবকিছু চলে আসবে! কোনটা ভুল কিভাবে ঠিক করা হয়েছে সব চলে আসবে!

সঠিক লেখা নিয়ে এবার সামুতে পোস্ট করুন। হ্যাঁ, অবশ্যই পোস্ট করার আগে একবার পড়ে দেখবেন!
এই ক্ষেত্রে একটি বিষয় মনে রাখবেন, আপনার লেখা যদি অনেক বড় হয় তাহলে একবারে লেখা দেবেন না। প্রথমবার ধরুন ১০০০ শব্দ দেবেন। এভাবে হাজার শব্দ করে বানান ঠিক করাবেন ! তাহলে ভালো ফল পাবেন।
তাহলে আর দেরি কেন?
এবার থেকে লেখা পোস্ট করার আগে এই দুই মিনিটের কাজটি করে ফেলুন!
আশা করি এরপর থেকে ব্লগাররা পোস্ট করার আগে এই ছোট দুই মিনিটের কাজটা করে ফেলবেন । তাহলে অনেক বানান ব্যাকরণ ঠিক হয়ে যাবে । তখন কেউ আর আপনার ভুল বানান পড়ে আপনাকে থাপড়াতে চাইবেন না !
পোস্টটি ব্লগার শেরজা তপন ভাইয়ের জন্য ।
হ্যাপি ব্লগিং
ছবি সুত্র পিক্সাবে
সর্বশেষ এডিট : ২৫ শে জুন, ২০২৪ রাত ১১:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




