
ব্লগে এসে জানতে পারলাম যে দেশের জাতির পিতা বদল হইছে। নতুন সরকার আর বঙ্গবন্ধু শেখ মুজিবকে জাতির পিতা হিসাবে মনে করে না। তাদের বক্তব্য হচ্ছে ফ্যাসিস্ট সরকারের চাপিয়ে দেওয়া কোন কিছুই আর মেনে নেওয়া হবে না । সব কিছু হবে নির্মোহ বিশ্লেষণের মাধ্যমে ! উত্তর কথা । দেখেন আপনারা ক্ষমতায় যা ভাল মনে করেন। আমাদের আর কী বলার আছে !
যাই হোক, আমাদের নতুন জাতির পিতা কে হতে পারে সেটা নিয়ে আমাদের সামুর ব্লগাররা কী ভাবছেন সেটা নিয়ে আলোচনা করা যাক। তাদের নির্মোহ বিশ্লেষণে কে হতে পারে নতুন জাতির পিতা তার একটা সম্ভাব্য তালিকা দিলাম নিচে। চাইলে আপনারাও নিজেদের পছন্দের নাম যোগ করতে পারেন।
১. হযরত ইব্রাহিম (আ)
২. লর্ড মাউন্ট ব্যাটেন
৩. আলী জিন্নাহ
৪. হোসেন শহীদ সোহরওয়ার্দী
৫. মাওলানা ভাসানী
৬. বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান
৭. শহীদ জিয়াউর রহমান
৮. হুসাইন মুহাম্মাদ এরশাদ
৯. ড. মুহাম্মাদ ইউনুস
১০. জাহাঙ্গির আলম
আপাতত আমার এই না গুলোই মনে আসছে। আপনারা চাইলে নতুন নতুন নাম যুক্ত করতে পারেন ।
সর্বশেষ এডিট : ১৬ ই অক্টোবর, ২০২৪ রাত ১০:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




