সম্প্রতি ইন্ডিয়াতে একটা মুভি রিলিজ দেওয়া হয়েছে। মুভির নাম ইমারজেন্সি। ১৯৭৫ সালে ইন্দ্রিয়া গান্ধীর আমলে যে জরূরী অবস্থা জারি করা হয়েছিলো তার উপরে ভিত্তি করেই এই মুভি। তবে মুভির কাহিনী আরো একটু আগে থেকেই শুরু হয়। এবং এই কাহিনীর ভেতরে আমাদের মুক্তিযু্দ্ধও সামিল ছিল। মুভিতে এমন ভাবে আমাদের মুক্তিযুদ্ধের কাহিনীটা দেখানো হয়েছে যে দেখলে মনে হবে যে আসলে বাংলাদেশীরা কেউ মুক্তিযুদ্ধ করেই নি। তারা কেবল ভারতে শরনার্থী শিবির হিসাবে ছিল। যুদ্ধ যা করেছে সব করেছে ইন্ডিয়ান বাহিনী।
তবে সব থেকে মজার ব্যাপার হচ্ছে শেখ মুজিবের চরিত্রটার উপস্থাপন।
অনেক মানুষের মাঝে শেখ মুজিবর রহমা দাড়িয়ে বলে, এই মাটি আমাকে একটা কথা বলছে । বলছে যে আমি যেন কোন দিন আমার মা কে না ভুলি। তখন পেছন থেকে ছোট বাচ্চা বলে কিন্তু আমার মা তো মারা গেছে । তখন মুভিতে শেখ মুজিব বলেন..... কী বলেন সেটা আমি ছবিতে দিচ্ছি। আপনারাও দেখেন,





আমাদের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি কোন মোদির ভাইকেই এই মুভি নিয়ে একটা বাক্য ব্যয় করতে দেখলাম না। অবশ্য এখন ভারতের দিকেই তারা চেয়ে আছে। প্রভু তাদের দিকে যাই ছুড়ে দিক না সেটা তো মেনে নিতেই হবে। এখন তাদের কাছে আর কিছুই করার নেই। আমার মনে হয়, সকল মোদীর ভাইদের তাদেরও এই জয় মাতা ইন্দিরা স্লোগান জপ করা উচিৎ । প্রতিটা পোস্টে মন্তব্য এই স্লোগান চিকা মারা উচিৎ।
সর্বশেষ এডিট : ২৬ শে জানুয়ারি, ২০২৫ রাত ১১:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



