
ডাক্তার কাছে এক ৭৫ বছরের বৃদ্ধকে নিয়ে আসা হল । ডাক্তার রোগীকে দেখে জানতে চাইলো, কী হয়েছে?
রোগীর সাথে আসা লোকজন বলল, তাল গাছ থেকে পড়ে পা ভেঙ্গে গেছে ।
ডাক্তার রোগীকে দেখলেন । তারপর যথাযত ভাবে পায়ে প্লাস্টার করে দিলেন । তারপর ঔষধ লিখে দিলেন ।
বৃদ্ধকে নিয়ে তার স্বজনরা চলে গেল । কিছু পরে স্বজনদের একজন ফিরে এসে বলল, ডাক্তার সাহেব ওনার পা ভেঙ্গেছে আপনি ক্রিমির ঔষধ কেন লিখেছেন?
ডাক্তার বলল, উনার পেটের ভেতরে ক্রিমি কিলবিল করছে নয়তো ৭৫ বছর বয়সে উনি তালগাছে কেন উঠতে যাবেন ! নিয়মিত ক্রিমির ঔষধ খাওয়াবেন ! (কৌতুকটা অনেক আগে শুনেছিলাম।)
আমাদের আশে পাশে এমন অনেক মানুষই থাকে যাদের পেটের ভেতরে এমন ক্রিমির সমস্যা আছে যেটা তারা ঠিক বুঝতে পারেন না। তাদের কাজ কর্মে সেটা প্রকাশ পায়। শান্ত থাকতে পারে না। সব সময় কুড়কুড় করতে থাকে পেটের ভেতরে। এর ওর পেছনে লেগেই থাকে। কুড়কুড় করতে থাকে। শান্ত থাকতে পারে না। যথাযত ভাবে ক্রিমির ঔষধ খেলে এই সমস্যা থেকে তারা মুক্তি পেতে পারেন। তবে সবাই ঔষধ খেয়ে সুস্থ হতে পারে না। তাদের রোগ চিকিৎসায় ঠিক হবে না।
pic source
সর্বশেষ এডিট : ০৯ ই অক্টোবর, ২০২৫ রাত ১১:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


