খানিকটা কৌতুহল থেকে লিখলাম এই পোস্ট। জানতে চাওয়ার জন্য। আমাদের দেশ পাকিস্তান থেকে আলাদা হয়েছে অনেক আগে, সেই একাত্তরে। লম্বা একটা সময়। সেই সময়ে যারা বুঝতে শিখেছে তারা আজকে জীবনের শেষ পর্যায়ে পার করছে। তারা যদি অখন্ড পাকিস্তান নিয়ে মন খারাপ করে সেটাও না হয় একটা ব্যাখ্যা পাওয়া যায়। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এখন যাদের ভেতরে ভেতরে পাকিস্তান প্রেম দেখা যাচ্ছে তাদের জন্ম স্বাধীন বাংলাদেশে। স্বাধীনতার অনেক পড়ে। এমন একটা সময়ে যেখানে পাকিদের কিছুই নেই এই দেশে। বাংলার হাওয়া পানি খেয়েই তারা বড় হয়েছে। কিন্তু তাদের পছন্দ পাকিস্তান? তাদের এই পছন্দের কারণটা কী? কোন যুক্তিতে ?
তাদের দেহে কিন্তু বিহারী রক্তও না। একেবারে বাঙালি রক্ত।
বাঙালি সব সময় স্বতন্ত্র জাতি। পাকিদের সাথে আমাদের কোন মিল নেই। ওদের পাঞ্জাবি, পশতুন, সিদ্ধি এই রকম আরও যত জাতি রয়েছে তাদের সাথে আমাদের মিল নেই। ব্যাপারটা যদি এমন হত যে তাদের সাথে আমাদের নৃতাত্তিক মিল রয়েছে, বংশগত মিল রয়েছে কিংবা উৎপত্তিগত মিল রয়েছে তাদের আমরা সেই হারিয়ে যাওয়া মিল থেকে তাদের প্রতি ভালোবাসা অনুভব করতে পারতাম। সেটা তো না। তাহলে?
আচ্ছা মিল বাদ দিয়ে ব্যাপারটা এমন হত যে দেশে সৃষ্টির পর থেকে আমরা অনেক মিল মহব্বত নিয়ে বসবাস করেছি, তারা আমাদের সাথে বড় ভাল ব্যবহার করেছে তাহলেও একটা কথা ছিল। পশ্চিম পাকিস্তানের লোকজন ২৩ বছর ধরে আমাদেরকে কেবল শোষণ করেই করেছে। আমাদের সাথে শোষকের মত করে আচরণ করে গেছে।তাহলে তাদের প্রতি এই প্রেমের কারণ কী?
এছাড়া এমন যদি হত পাকিস্তান খুব উন্নত জাতিতে পরিণত হয়েছে। তাদের অর্থনীতিতে বিশ্বের প্রথম সারির অর্থনীতি। তারা এখন ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি হয়ে গেছে তাহলেও একটা কারণ বোঝা যেত যে এখন যদি আমরা তাদের সাথে আবার যুক্ত হই তাহলে আমরাও উন্নত হব। আপনারা হয়তো জানেন না যে দুনিয়াতে ইকোনোমিক মোটিভেশন থেকে বড় মোটিভেশন আর কিছু নেই। এর সামনে দেশপ্রেমও তুচ্ছ হয়ে যায়। কিন্তু দেখা যাচ্ছে এখানেও পাকিস্তান একেবারে পিছিয়ে। সেটা একটা ফেইল্ড ইকোনোমি।
আমাদের দুই দেশের অবস্থান যদি লাগোয়া হত? ভারতের কোলকাতার মত, প্রিপুরার মত। সেটাও একটা হতে পারতো। কিন্তু দুই দেশের মধ্যে হাজার হাজার মাইল দুরত্ব! চোখের আড়াল মানে তো মনের আড়াল। কিন্তু দেখা যাচ্ছে কাছে তারা এখনোও মনের আড়াল হয় নি। কোন কিছুতেই আমরা পাকিদের সাথে যাই না। তাহলে তাদের প্রতি এই প্রেমের কারণ কী?
তারা মুসলমান বলে?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


