মেঘে ঢাকা ওই আকাশের সমান
জানো কি আমার যত অভিলাষ
সাত রঙে ওই রংধনু আকাশ
তুমি কাদলেই যেন বৃষ্টি ঝরে, তোমার চোখের জলে
তুমি হাসলেই যেন রৌদ্র হাসে, এসো উড়ে যাই বলে।।
ভালোবাসা এই তো বুঝি এই সময় ভালোবাসা।।
হাত বাড়ালেই জানি তুমি আছো
ক্লান্ত হলেই ছায়া হয়ে আছো
তুমি ছুয়ে দিলে তাই এত মায়াময় লাগে।।
তুমি কাদলেই যেন বৃষ্টি ঝরে, তোমার চোখের জলে
তুমি হাসলেই যেন রৌদ্র হাসে, এসো উড়ে যাই বলে।।
ভালোবাসা এই তো বুঝি এই সময় ভালোবাসা।।
দিন ফুরালেই জানি সন্ধ্যা নামে
তোমার আমার ভালোবাসার দামে
কাছে আসো বলে তাই, এত শিহরণ জাগে।।
তুমি কাদলেই যেন বৃষ্টি ঝরে, তোমার চোখের জলে
তুমি হাসলেই যেন রৌদ্র হাসে, এসো উড়ে যাই বলে।।
ভালোবাসা এই তো বুঝি এই সময় ভালোবাসা।।
লিংক : Click This Link
সর্বশেষ এডিট : ২৩ শে ডিসেম্বর, ২০০৬ ভোর ৪:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



