মাদাগাস্কার কচ্ছপের এলোমেলো তালে।
উজান-ভাটায়, অতলেও ছড়ানো ছেটানো
এই ফাদ ভিন ভুমে ভিন নামে চলে,
বিধবা ঊর্ণনাভীর এক হুলে নয়
তুমি চেটে খেতে চাও খুব ধীরে ধীরে।
আষ্ট্রেপৃষ্টে জড়িয়ে খুব ধীরে ধীরে
শিকার ছাড়াতে যাবে আরো জড়িয়ে,
চাকাম-চুকুম লালসায় ভিজে-
এই মনছবিতেই কাটাকুটি নিত্য।
জোকারের অট্টহাসিতে 'হো হো' চাপড়
অসহায় ব্যাটম্যান- এ দৃশ্য গোথাম সিটি দেখেনি কখনো।
যেইখানে যেইকালে যেই টোপ খাটে
পিপড়ের ডিম, কেচো, কিংবা স্রেফ আধারই সই
স্তুতির বুদবুদ তুলে ঝাকে মরতে আসা
কৈ কিংবা নীল তিমিতে ফারাক নেই সই
জানা আছে খুব, শার্ক ফিনে তাক নয়
বনেদীয়ানা ছেড়ে আরো অতলে শ্যোন চোখ।
প্রবাল হ্রদের লাল-নীল মাছেরা দিব্যি যায় বেচে
অক্টোপাসের প্রসারিত আটবাহু খুব ধীরে ধীরে
জালটা টানছ তুমি মারহাবা নীলাভ নক্সাতে
কিংবা মাঞ্জার সুতো যেমন ধেয়ে যায় খুব ধীরে ধীরে
কিন্তু ঘুড়িখানা এমনি অবুঝ তেড়িয়া
ভোকাট্টা আলতো বাতাসেই, খুব... ধীরে... ধীরে...
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




