ককটেল-১৯
**************************************************************। ঢাকার রাস্তায় যতগুলো নতুন গাড়ি নামছে, গাবতলীর হাটে ততগুলো গরু আসছে না। আজকালকের পোলাপান ভাত ছেড়ে টাইগার খাচ্ছে, প্রান্তিক কৃষক মনুমিয়ার বাদামী রংঙের কপালে ভাঁজ। ধানের পরিবর্তে টাইগার পানীয়য়ের চাষের সম্ভাবনা খেলে যায় মনে....অস্তায়মান সূর্যের বিপরীতে তার ধূসর চোখে সম্ভাবনাটি প্রতিফলিত হয়।
আহ্নিক গতির আবর্তনে রাত আসে, নিয়ন কিংবা ফ্লোরোসেন্ট গুলো প্রান পায়। জ্বলে উঠে আলো, নীল কিংবা লাল; বেজে উঠে মিউজিক। লয়-তাল বাড়ছে দ্রুত, কমছে আলো , টেঙ্গো কিংবা সালসার মুদ্রায় ভরতনাট্যাম হৈমন্তীর মতো উদাসীন হয়, যুগলবন্ধী নৃত্যে সভ্য(!) মানুষেরা সভ্যতার কিংবা নিজের জয়গান গায়। টেকনো মিউজিকের জোয়ারে আলাউদ্দীরনের সরোদ করুন সুর ড্রয়িং রুমে বন্দী । নীল আলোর পর লাল পানীয়, সুখের অসুখ, জীবনটা পর্নোগ্রাফিক জটিলতায় বাক্সবন্ধী। সুখ নাকি মরিচিকা, থিJরি আJরায় সুখী মানুষের কম্বল থাকেনা। ভোগবাদী মানুষ ধরে নেয় এটি প্যারাবল কিংবা মারিজুয়ানার প্রভাব।
শান্তির শ্বেতকপোতটি অনেক আগেই থেকেই প্রবাসী। সুখের অমরাবতীর খোঁজে পল নামক অক্টোপাস যে পাইরেটেড অ্যানিমেশনটি ধরিয়ে দেয় সেটি ডিকন্সট্রাকশন হয়ে যুক্তিবাদী মানুষকে নতুন প্লটের সন্ধান দেয়। আস্তিক মুচকি হাসে, নাস্তিক reason খোঁজার চেষ্টা করে। প্রকৃতিবাদী নিজেকে এবং পল নামক অক্টোপাসকে এক কাতারে এনে অক্টোপাসের বার-বি কিউ দিয়ে ডিনার করে। আর অস্তিত্ববাদী নিকেটিনের স্বাদ নেয়।
প্রচারেই প্রসার, যেন বিজ্ঞাপনই চূড়ান্ত সত্য। নারী কিংবা পণ্য যেটিই হোক, আলাদা করার প্রয়োজন নেই! ল্যাপটপ মেলার ফ্যাশন শোতে কোনটি পণ্য সেটি নির্ধারণ করার জন্য নিরেপক্ষ বিচারক পাJয়া দুষ্কর হবে, সন্দেহ নেই। ভিন্নদেশের জন্য তৈরী লাইফবয়ের বিজ্ঞাপনে হৃষ্টপুষ্ট শরীরের শিশুরা কতটুকু বাংলাদেশের শিশুদের প্রতিনিধিত্ব করে তা প্রশ্নেই থেকে যায়। বাঙালীর আবেগ কিংবা সেন্টিমেন্টকে ব্ল্যাকমেইল করে বানানো বিজ্ঞাপন আমাকে কাছে রাখার জন্য, দিন বদলের কথা বলার জন্য কিংবা আপন শক্তিতে জ্বলে উঠার জন্য কিনা তা সময়ই বলে দেবে।এফএম রেডিJতে যখন আজরাতে কোনটি? স্টরেবি নাকি মিন্ট ফ্লেভার বিজ্ঞাপন প্রচারিত হয় তখন জন্মনিয়ন্ত্রণ কর্মকর্তা বলে উঠেন “চলুন এক কাপ কফি খা Jয়া যাক”। কেন জানি অ্যানিমেল ফার্মের ভেড়াগুলোর সাথে আমার আমাদের একটা সাদৃশ্য থেকে যায়। যারা সবসময় স্লোগান দিতে থাকে। অবিরাম। কিন্তু কেন, তা কখনোই জানে না।
সর্বশেষ এডিট : ২৭ শে জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




