আমিও অনেকবার ঈশ্বরের দর্শন পেয়েছি
দেখেছি ঈশ্বরকেই বৈদ্যুতিক আলো জ্বেলে রেখে
দুয়ার জানালা সব বন্ধ করে ঘরের ভিতরে।
ঈশ্বরের আকারটি খুব বেশি বড় নয় মুখের ব্যাসের মাপ হবে
আঙুল তিনেক তার দৈর্ঘ্য হবে আঙুল আটেক।
অরূপ ঈশ্বর স্পষ্ট রূপের ভিতরে অবস্থিত -
সে আসলে অবয়বে উল্লিখিত মাপের শূন্যতা।
তার সর্ব অঙ্গ দিয়ে রজঃ ঝরে মূত ঝরে পড়ে।
ঈশ্বরকে শুধুমাত্র চোখে দেখে তাকে লাভ করা অসম্ভব,
বস্তুত ঈশ্বরমধ্যে ঢুকে গেলে তাকে পাওয়া হয়।
প্রত্যেকের এইরূপ ব্যক্তিগত ঈশ্বর রয়েছে
এবং নারীরা তাকে চাক্ষুষ দেখাতে পারে, দেখিয়েও থাকে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




