মেয়েটি স্বপ্ন দেখতে অনেক ভালোবাসত...সারাক্ষন যেন স্বপ্নের মধ্যে থাকত.... আর সেই স্বপ্ন পূরন করার চেষ্টা করত...কিন্তু ওর পরিবার সেটা পছন্দ করেনি...ওর পরিবারের সবাই বলতো এসব স্বপ্ন দেখা শুধু ছেলেদের মানায়...ও তো মেয়ে...ওর উচিত রান্নাঘরে পড়ে থাকা...কিন্তু মেয়েটা এসব মানতো না...সিনেমা-নাটকের মত ওর জীবনকে কল্পনা করতো.....ও বুঝতোনা যে ওইসব সিনেমা-নাটক আর বাস্তব এক না...হয়তোবা বুঝতে চাইতো না...যখন বুঝতে পারে তখন অনেক দেরী হয়ে যায়...ওর স্বপ্নগুলো পূরন করতে গিয়ে ও ওর পরিবারের সবার কাছে স্বার্থপর হয়ে যায়...ওর সাথে সবার দূরত্ব সৃষ্টি হয়...
মেয়েটি একটা ছেলেকে অনেক ভালোবাসত...অনেক দিন থেকেই ওদের সম্পর্ক...কিন্তু যখন থেকে জানল যে ও যদি ওই ছেলেকে বিয়ে করে তাহলে ওর পরিবার সবার কাছে ছোট হয়ে যাবে...তাই ও ঠিক করে ছেলের সাথে সম্পর্ক শেষ করে দিবে...কিন্তু কিভাবে...ছেলেটাও তো মেয়েটাকে অনেক ভালবাসে...ও কোনভাবেই মেয়েটাকে যেতে দিবে না...মেয়েটি তখন সিনেমার মত ছেলেটার সাথে নাটক করা শুরু করে...এমন অবস্থা সৃষ্টি করে যে ছেলেটা মেয়েটাকে অনেক ঘৃ্না করতে শুরু করে...
মেয়েটি চেয়েছিলো ওর বাবা-মা'র জন্য, ওর পরিবারের সবার জন্য কিছু করতে যাতে তারা ওকে নিয়ে গর্ব করেন...কিন্তু তার জন্য ওর সবার সহযোগিতার দরকার ছিলো যেটা ও পায়নি...
পরিবারের সবার অবহেলার কারনে সবাই থেকেও মেয়েটি অনেক একা হয়ে যায়... আস্তে আস্তে ও নিজের প্রতি অবহেলা করতে শুরু করে...
রোজ রাতে মেয়েটার কান্নার সুর শোনা যেত...অতীতের কথা ভেবে ভেবে শুধু কাদঁতো...আর ভাবত ও নিজের হাতে নিজের জীবন কে নষ্ট করছে...কি দরকার ছিলো ওর স্বপ্নগুলো কে পূরন করার.....
এভাবে অনেকদিন কেটে যায়...কিন্তু ওর প্রতি পরিবারের কারো আচরনের কোন পরিবর্তন হয়না...নিজের প্রতি অবহেলা করতে করতে একসময় অসুস্থ হয়ে পড়ে...
আস্তে আস্তে ওর দিন ফুরিয়ে আসতে থাকে...মেয়েটার মৃত্যুর পর ওর কাছ থেকে একটা চিঠি পাওয়া যায়...
প্রিয় বাবা-মা...
তোমাদের সবার কাছে আমি এখন অনেক স্বার্থপর আর জেদী একটা মেয়ে...যে সবসময় শুধু নিজের কথা চিন্তা করে...কিন্তু বাস্তবে আমি ওইরকম না...আমি কখনোই এমন কিছু করতে চাইনি যাতে তোমরা কষ্ট পাও...কিন্তু অজান্তে আমি তোমাদের সবাইকে অনেক কষ্ট দিয়েছি.....কিন্তু বিশ্বাস কর আমি তা করতে চাইনি...আমি কখনি বুঝতে পারিনি যে এরকম কিছু হবে...আমি রান্নাঘরের চার দেয়ালের মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখতে চাইনি...পৃথিবীটাকে দেখতে চেয়েছিলাম...নিজের মত করে...কিন্তু সেটা আর সম্ভব হলোনা...আগে বুঝতে পারিনি যে আমার স্বপ্ন দেখাটা কত বড় ভুল ছিলো....যখন বুঝতে পারলাম তখন তো অনেক দেরী হয়ে গেছে...তবুও আমি সবকিছু বাদ দিয়ে তোমাদের মত বেচে থাকতে চেয়েছিলাম...কিন্তু তোমরা আর সেই সুযোগ দাওনি...আমাকে ক্ষমা করোনি...আমার অনেক বড় ভুল হয়ে গেছে...আমার উচিত ছিলো তোমাদেরকে জিজ্ঞেস করে স্বপ্ন দেখা...কিন্তু আমি তো তা করিনি...যদি পারো আমাকে মাফ করে দিও...
ইতি
.....................

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




