অমীমাংসিত ছন্দ পতনের আগে,
একটি স্বপ্নের অপমৃত্যু ।
অতঃপর অতীন্দ্রিয় শবদেহটি,
ফরমালিন এর আচ্ছাদনে,
উদগ্র ঝাঁঝালো গন্ধের স্রোতে,
কাটা কাটা ক্ষতের বলিরেখায়,
স্পষ্ট এবং মলিন,দূর্গন্ধহীন চিহ্ন
বয়ে নিয়ে চলে ।
স্বপ্নভঙ্গের কালো কালো ছায়াগুলো;
বৃদ্ধ ভিখারীর নির্বাক দৃষ্টির মত,
ভেজা বালিতটের
মুছে যাওয়া পদচিহ্নের মত,
এবং বিশাল শূন্য মাঠে
হারিয়ে যাওয়া প্রতিধ্বনির মত ।
তবুও ছেঁড়া সেই স্বপ্নের স্মৃতিরা,
অমরত্বের পথ খোঁজে ,
আলোড়নের ঝড় তোলে
তাদের আকস্মিক অভিসারে,
ঝড় তোলে;নিঃশব্দে,সকলের অগোচরে ।
ক্লান্ত হয়ে পরে থাকে অনুভূতি,
অবশ অনুভূতি জুড়ে
স্পন্দনহীন মৃত্যুর শীতল অবরোধ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






