আই ডি ওয়ার্ল্ড পুরষ্কার ডিজিটাল আই ডি, বায়োমেট্রিক, বর্ডার কন্টোল এবং স্মার্টকার্ড টেকনোলজির ক্ষেত্রে পৃথিবী ব্যপী ‘অস্কার’ হিসিবে বিবেচিত হয়। আই ডি পিপল অ্যাওয়ার্ড ২০০৮ এ বছরের ১৮ থেকে ২০ নভেম্বর ইটালীর মিলান শহরে অনুষ্ঠিত হবে। মোট ৫ টি ক্যাটাগরি তে এই পুরষ্কার দেওয়া হয়। প্রতি ক্যাটাগরি তে প্রাথমিক ভাবে ৫ জন করে নির্বাচন করা হয়েছে। পাবলিক ভোটের মাধ্যমে ১ জন করে চূড়ান্ত ভাবে নির্বাচন করা হবে। ১ম ক্যাটাগরি ‘The ID Community Award’ এ আবদুল্লাহ ফেরদৌস এবং ৫ম ক্যাটাগরি ‘The ID Outstanding Achievement Award’ এ মেজর জেনারেল মোঃ শফিকুল ইসলাম প্রাথমিক ভাবে নির্বাচিত হয়েছেন। আবদুল্লাহ ফেরদৌস বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন এ সিনিয়র কনসালটেন্ট এবং মেজর জ়েনারেল মোঃ শফিকুল ইসলাম বাংলাদেশ সেনাবাহিনীর সামরিক সচিব হিসাবে কর্মরত আছেন। উল্লেক্ষ্য যে, বাংলাদেশে সদ্য পণয়ণকৃত নাগরিক পরিচয়পত্র এবং ভোটার ডেটাবেস তৈরীর পুরোধা ব্যক্তিত্ব এই মেজর জ়েনারেল মোঃ শফিকুল ইসলাম।
আসুন আমরা সবাই ভোট দিয়ে তাদের কাজের মূল্যায়ণ করি এবং পৃথিবীর ইতিহাসে বাংলাদেশ কে আরও একধাপ এগিয়ে নিয়ে যাই।
http://www.idworldonline.com/index.php?id=idpa08 এই লিংক এ ভোট করতে পারবেন এবং এই সংক্রান্ত সকল প্রয়োজনীয় তথ্য পাবেন।
ধন্যবাদ সকলকে। ভালো থাকুন সবাই।
সর্বশেষ এডিট : ১৫ ই অক্টোবর, ২০০৮ সকাল ১০:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




