কল্পনায় তুমি
আমার চঞ্চল মন ছুটছে এদিক ওদিক দি্গ্বিদিগ
যেন হারাতে চায় এক অতলে,কোন সূদুরে
পুনরায় অর্থহীন একটি দিন
প্রতি রাতের দীর্ঘশ্বাসকে পেছনে ফেলে
পুনঃপুন আবির্ভাব আমার উদাসীনতায়
হেরি তোমায় কত রূপে কত ঢঙ্গে
সহসা হারাও এ মগ্নতা ভেঙ্গে
তোমার আগমন প্রস্থান সবই আমার কল্পনায়
এই শহরের গতিময়তায় শত মানুষের ভিড়ে
হয়ত আছ বেশ নয়তো আমারই মত কোনরকম
হয়ত শুনতে পাচ্ছ আমাকে
হয়তবা বিষন্ন হচ্ছে তোমার মন
তোমাকে ভাবি ; আমার ভাবনায় তুমি তিল তিল করে গড়া
সে তো তাশের ঘর নয় যে ভেঙ্গে যাবে দিলেই টোকা।...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




