অপরাজিতা
দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে তুমি জেগে ওঠলে পাতাল ফুড়েঁ
এ ধরিত্রীর আল বাতাসকে স্পর্ষ করতে সূর্য্যে টানে
মেলে ধরেছ তোমার শাখা প্রশাখা সউচ্চ শূন্যে প্রসারতায়
তুমি ভরেছ মানবের মন প্রশান্তিতে অনাবিল সজীবতায়
আজ আকাশে বাতাসে তোমার আগমনি বার্তা ধ্বনি ধ্বনি
তুমি এ ধরণীরে করিলে বরণীয়া
আলকিত কলে হেসে রবির হাসি
তুমি ঝড়ের গতিতে ছুটে যাবে যত বাধা বিপত্তি ঠেলিয়া
কত বছর বসন্ত আসে না
কত দিন বৃষ্টি হয় না
মুখরিত হয় না
তাই নিশ্চুপ নিরবতা
ঊনিশ কুড়ি হোচট তো খায় না
অসীম কল্পলোকে ছুটে চলা
নেই কোন বিরতির ঠিকানা...
তীরে বসে জোয়ার তো আসে না
উন্মুক্ত বাতায়ন বাতাস তো বয় না
দিশেহারা আধারে ভোর তো হয় না
আর কত প্রতীক্ষা
কবে আসবে মুক্তির বারতা

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




