যাদের প্রেমিক বা প্রেমিকা নেই, তারা হয়ত দিনটিকে ঘুমিয়ে কাটাবেন বলে ভাবছেন। কিন্তু যাদের আছে, তারা তো রীতিমতো মহাব্যস্ত। অজস্র পরিকল্পনা আর রোমান্টিকতার চাপে দিনটিকে জর্জরিত আর মুমূর্ষু করে ফেলেছেন। আর যাদের লুকিয়ে লুকিয়ে প্রেম করার অভ্যাস, তাদের জন্য তো দিনটি চাঁদ হাতে পাওয়ার মত। অনেক প্রেমিক সম্প্রদায় আবার এমন সব উদ্ভট সুযোগ খোজেন, যে ব্যাপারে তাদের প্রেয়সীদের রাজি করানোই মুশকিল হয়ে যায়। তখন খুজতে থাকেন সুযোগ, কিভাবে দিনটার সদ্বব্যবহার করা যায়।
বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোতে দেখেছি, অধিকাংশ তরুণ-তরুণী এই দিনটিতে বন-জঙ্গলের ঝোপ-ঝাড় বেছে নেন। আবার অনেকে দূরে কোন নির্জন স্থানে চলে যান, একটু নিরাপদে ভালোবাসা বিণিময় করার জন্য। যেমন আশুলিয়া, সবার চোখ ফাকি দেবার জন্য সবচেয়ে নিরাপদ জায়গা। তাছাড়া আবাসিক হোটেলগুলো এই দিনে বিশেষ একটা ব্যবসা করে নেয়। ভালোবাসার প্রকৃত অর্থ ভুলে সবাই মেতে উঠে অশ্লীলতা আর যৌনতার অথৈ সাগরে।
যতদূর মনে পরে, গত বছর আমেরিকাতে ভালোবাসা দিবস উপলক্ষে ৬০ লক্ষ কনডম বিনামূল্যে বিতরণ করে সে দেশের সরকার। এই দৃশ্য দেখে পোপ ষোড়শ বেনেডিক্ট মন্তব্য করেছিলেন, “কনডম দিয়ে কখনো এইডস প্রতিরোধ করা যাই না”।
তাই সবার কাছে অনুরোধ এমন কোন কিছু করা উচিত নয়, যার জন্য আমাদের দেশের সরকারকেও অদূর ভবিষ্যতে এমন কোন পরিকল্পনা নিতে হয়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




