আজ ছাত্রলীগের জন্মদিনে রয়েছে বরাবরের মত কিছু লোক দেখানো কর্মসূচী। যেমন আপনি কাল শুনতে পাবেন জন্মদিনের কেক কাটাকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষ। অথবা শুনতে পাবেন জন্মদিনের র্যালিতে হাতাহাতি অথবা নারী কর্মীদের ওড়না টানা অথবা লাঞ্চিত করার মত নিকৃষ্ট ঘটনা। কপাল ভাল থাকলে আরো শুনতে পাবেন নেত্রীকে ফুল দেয়া নিয়ে মারামারিতে আহত ৪০ জন ইত্যাদি ইত্যাদি। যাই হোক এসব ঘটনা জাতির কাছে নতুন কিছু নয়।
কাল শুনলাম ঢাবিতে ছাত্রলীগ সন্ত্রাসবিরোধী মিছিল করেছে। আবার কিছুক্ষণ পর পত্রিকাতে দেখলাম বুয়েট ও কুয়েট এ ছাত্রলীগের সন্ত্রাসীদের হামলা। কুয়েট বন্ধ ঘোষনা করেছে প্রশাসন। এই হল ছাত্রলীগের চরিত্র। আমার এক বন্ধু প্রায় বলে ছাত্রলীগের চেয়ে নাকি বেশ্যা অনেক ভাল। কারণ বেশ্যা নাকি টাকা ছাড়া কারোর সাথে বিছানায় যায় না। অর্থাৎ এদেরও নাকি একটা ব্যক্তিত্ত্ব আছে। কিন্তু ছাত্রলীগের নাকি এইটুকুও অবশিষ্ট নেই। আমার মতে কোন মানুষের পক্ষে ছাত্রলীগ করা সম্ভব না। হয় তারা ছাত্রলীগ অথবা তারা পশু।
যাই হোক আজ জন্মদিনে এত প্রশংসা না করাই ভাল। আপনাদের সবার প্রতি অনুরোধ থাকবে আজ এই জন্মদিনে ছাত্রলীগকে একটা করে লগি-বৈঠা উপহার দেন। কেননা তারা আবার ২৮ অক্টোবর এর পুণরাবৃত্তি করতে চায়। আর হ্যা, AIDS এবং ছাত্রলীগ থেকে দূরে থাকুন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




