আশার বালিঘর আমার চিকচিক করে
কিন্তু অল্প প্লাবনেই ভেঙ্গে একাকার হয়
নিমিশেই হই কারো ব্যবহার্য পাত্র
প্রয়োজন ফুরালেই আবার আস্তাকুরে নিক্ষেপন
এই দ্বার থেকে ঐ দ্বারে জীবন বিলানোর দ্বায়িত্ব নিয়েছি......
কিন্তু নিজের জীবনের দায়িত্ব কাকে দেব?
কেউ কেউ প্রশ্ন করে “কিভাবে পারেন”?
কেমনে বলি......
কিভাবে
বানাই
আকাশ
কিভাবে
ছড়াই
নীল
হৃদয়ে একটু শুভ্রতার খোজ
খুজে ফিরি একটু উষ্ণতা......দ্বারে দ্বারে
কোথায় বানাই বালিঘর ?
সবখানেই প্লাবন
দিন শেষে হাহাকারে নীড় পাই
পরিচিত হাহাকার
নিমজ্জিত নির্গমন কি শেষ হবে?
উড়ো হাওয়ায় ঘুমন্ত বালিঘরের কি হবে?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




