আকাশের মতো দরিদ্র আমি ,
খালি হাতেই বসে আছি ;
বিশালতা ছাড়া আমার দেওয়ার কিছু নাই ,
আর আমার বুকের মাঝে
জ়েগে থাকে অসীম শূন্যতা ,
তাই বুঝি শূন্যতা কষ্ট দিয়ে পূর্নতা পায় ;
শূন্য বুকের মাঝে তৈরি হয় নীল নীল ক্ষত
জন্মেছি বোধহয় শুধু দুঃখ পেতে , দুঃখ খেতে
সবাই মিষ্টি হেসে দুঃখ দিয়ে চলে যায়
আমার দৃষ্টি খুজে ফিরে তারে
সেই অসীম শূন্যতায়
সেই খানে শুধু কষ্ট গুলোর খোজ মিলে
আর আমার আকাশ ছেয়ে যায় নীলে ।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




