অবেলাতেই হাটছি আমি হতদরিদ্র হন্টক
জীবনের পথে ,
আকাশ ছোয়া সোপান... ঢের উচু
পথের কন্টক আমার পদযুগল রাঙায় লালে
এবং বোধহয় আমাকে স্টেচু বানাতে চায়
আশ্চর্য ! আমার পথ চলাতো থামেই না......
বরং এরাই আমার জ্বালানী যোগায়
কালো শকুনের দল মাঝে মাঝেই
বক্ষপাজরে নখর ঢুকায়,
এলোমেলো অবয়বে আমাকে দেখে , রক্তপিপাসায়
আমার হাটাহাটি চলেই......
.........জীবনের পথে ।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




