Hello… কেমন আছেন সবাই ... ভাবছেন বেটা তুই জিজ্ঞাসা করার কে... আসলে আমি জিজ্ঞাসা করার কেউ না। তাও করলাম ... আসলে আমি জীবনের গল্প বলতে এসেছি...
কি বলতে আসি আর কি বলে ফেলি আমি জানি না... আসলে নাটক বা movie তে গল্প গুলার আগে যাই থাকুক শেষটা ভাল থাকে বেশিরভাগ সময়। আর জীবনের গল্পটা সত্যিই এলোমেলো থাকে।
কারো সমত্ত সত্তা জুড়ে যদি কেউ থাকে তাহলে তার আর নিজের কিছুই থাকে না... ভাবছেন এটা কেমন কথা... হা... আমি অ জানতাম না আগে... তবে এখন জানি...
আমি আসলে কিছুই পারি না ভালো করে আমি যা বলতে চাই সেটা কারো বোধগম্য হবে কি না আমি জানি না। তবে আমি আসলেই ভাল করে বলতে পারি না। একটা মজার বেপার হল ... আমরা কোন করুন একটা movie
দেখছি... কষ্টগুলো অনেক সময় ছুয়ে যায় ... তাই না ... আবার এই অভিনয় আমাদের হাসায়ও...
যদিও আমরা জানি যে এটা just অভিনয় তাও ঐ অভিনয় আমাদের হাসায় ... কাদায়ও ক্ষনে ক্ষনে... সবাইকে না অবশ্য...
ভাবছেন বকবক করছি কেন
আমি ও জানি না... তবে একটা বেপার হল এই ... বাস্তবতা আমাদের ছুয়ে যায়না । ভাবছেন কি বলি এসব ...
বললাম কারন বাস্তবতা অনেক করুন হয় ... Movie তে দেখে আমারা কষ্ট পাই আর বাস্তবতা দেখে কোন ভ্রুক্ষেপ নাই কারো... আমাদের ছুয়ে গেলে বাস্তবতাটা অনেক সুন্দর হত...
আমি বলেছিলাম না কি বলতে কি বলে ফেলব…… আমি এমনই কিছুই পারি না।
ভাল ছাত্র (ভাবছেন chance পেয়ে নিজের ঢোল নিজেই বাজিয়ে দিলাম...) বলে নামডাক ছিল… সবাই বলত একদিন অনেক বড় হবি… সেটা যে আর কত বড় হব কে জানে… আর কত বড় হতে হতে কত কষ্ট পাবো... এর চেয়ে ছোট থাকাই ভালো ছিল....
আমাকে সবচেয়ে পছন্দ করতেন আমার অঙ্কের স্যার। বাদরামির জন্য অন্য স্যাররা যখন মাইর দেয়ার জন্য সু্যোগ খুজত… অঙ্ক স্যার বলতেন আরে ছোট মানুষ … ঠিক হয়ে যাবে … মারার দরকার নাই…
জীবনের অঙ্কটা যে এমন এলোমেলো হয়ে যাবে কে জানত...
সবকিছুই balance এ থাকে আমরা সবাই এটা জানি... nature এর rules হোক আর কোন creator এর creation ই হোক এটা আমরা সবাই জানি ।আমি আসলে rules of science শিখানোর try করছিনা কাউকে... সেটা আপনারা আমার চেয়ে ভাল জানেন...
আসলে কি বেপারটা সত্যি... আমার তা মনে হয় না...
এখানে আসলে কেউ হাড়ায় ... আর কেউ পায়... আপনারা বলবেন তাই তো হবার কথা... এভাবেই তো balance এ থাকে ... হা ... বেপারটা ঠিক... এভাবেই থাকে... Total = constant;
সমস্যাটা অন্য জায়গাতে... যে হাড়াচ্ছে সে খালি হাড়াচ্ছেই আর যে পাচ্ছে সে খালি পাচ্ছেই ... এটা কি fair বলা যাবে। আমি আসলে খুবি কম জানি ... বুঝি ও অনেক কম ...
বলবেন যে আসলে আমরা সবাই exam দিচ্ছি ... তাই না ... সেটা কোন creator এর হোক আর nature এরই হোক...
তাও কথা থাকে...
ধরুন আপনার সাথে অনেকে exam দিচ্ছে... সবাইকে পাঠানো হল অনেক খাতা কলম দিয়ে... আর আপনাকে কিছুই দেয়া হল না... আপনি exam টা দিবেন কিভাবে... বেপারটা কেমন হাস্যকর হয়ে গেল না... আপনাকে দেখে সবাই হাসবে... creator যদি অন্যদের বিনোদনের জন্য create করে আর কি বলার আছে...
তবে সবার জন্য creator সমান এটা বলা হয়... তাহলে কাউকে কামান দিয়ে যুদ্ধ পাঠানো ... আর কাউকে খালি হাতে পাঠানো কেন...?
আমি অনেক কম বুদ্ধির মানুষ আমার ভুল ও হতে পারে... ভাবছেন মাথা নষ্ট হয়ে গেছে এলোমেলো বলছি ...
হা ... সেটা ভাবতেই পারেন... তবে কারো মনরঞ্জনের জন্য আরেক জনকে এমন condition এ রাখা আসলে আমার বোধগম্য নয়...
ভাবছেন পাগল হয়ে গেছি... হুম ভাবতেই পারেন... তবে তেল মাথায় আর কত তেল চান ...??
কি চাই একাটা মানুষের বেচে থাকার জন্য... বলবেন টাকা... শুধু টাকাটাই কি সব ... ??
একটা বেপার হল... কষ্ট বা আনন্দ গুলো movie or story ফোকাসিং করার বেবস্থা রাখা হয় সেটা থাকে ... আর আমরাও পরে বা দেখে অনুভব করি ... কিন্তু এটা তো real life এ হয় না... কে কতটা কষ্ট পেল এটার খবর কে রাখে... so কষ্ট গুলো অগোচরেই থাকে... কারো আকাশ জুড়ে কার কতটা বিচরন সেটা কে খবর রাখে...
আমার আকাশে কতটা আমার আছে আর কতটা কার...... নাই বা বললাম ...
আমি আসলে কি বলতে চাই ... আর কি বলে ফেলি...
জীবনের গল্পটাই বলা হল না আসলে... তবে বলা হবে ...
আপনার সবাই ভালো থাকবেন... আর মুল্যবান সময় নষ্ট করে এই পাগলের কথা পরার জন্য thanks a lot…

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




