একটি আকাশ-বাতাস টিভি (এটা কিন্তু বাংলাদেশ টেলিভিশন নয়... তাই মিল না খোজাই চতুর লোকের কাজ হইবে...) প্রকাশিত খবর ... নিজ রিস্ক নিয়ে পরিতে হইবে ... কাহারো মাথা ঘুড়িলে অথবা হার্ট এটাকের মত হইলেও কর্তৃপক্ষ দ্বায়ী থাকিবে না।
যাহাই হোক আমরা খবরের মুল ঘটনায় ফিরিয়া যাই ...
হ্যাএএএল্লো লিসেনার্স ... ও সরি ভিওয়ার্স (আমি আগে আরজে ছিলাম তো কেউ মাইন্ড কইরেন না) ... আকাশ-বাতাস টেলিভিশ্ন এর পক্ষ থেকে আপনাদের welcome জানাই খায়েস তেল রাত আট্টার বাংলিস news এ আমি prince রহিমুদ্দিন ( actually এটা ছিল রহিমুদ্দিন বাদসা... একটু আপডেট করলাম... 2GB.. upload করসি... শালা গুগ্লোল এ সার্স মারতে মারতে জান শেষ... যাই হোক শেষ পর্যন্ত নামটা ওয়েল হয়েছে ... মানুষ নাম শুনেই কাইত... )
হ্যা ... চিপাচুপা আর অলিগলির latest news এর জন্য আমাদের সাথেই থাকুন ... ফিরে আসছি ছোট্ট একটা break নিয়ে so কত্থাও যাবেন না ... শুন্তে থাকুন আকাশ-বাতাস টিভি channel 420 তে।
ইহার পরে একটি বিজ্ঞাপন বিরতি আসিল...
“ 1st chr. মামু যাও কই ...
2nd chr. ঘরে মেহমান বসে আছে ... আবার বলে কয়েক দিন নাকি থাকবে ... না যাবার বেপারে কোন
তাড়া নাই... বললে না হয় থাকবো আরো ... বাজারের যা অবস্থা কি যে করি ...
1st chr. আরে এত চিন্তা কেন ... আছে খায়েস তেল ... এক ফোটাতেই কাম সারা ... মেহমান তো ভাগবই আর
ভুল করে ও এই পথে আসবে না
2nd chr. আহা ... জীবনটা বাচাইলা রহিম ভাই ...
এই টাইপের আরো কিছু বিজ্ঞাপন হইল...
হ্যাএএএল্লো ভিওয়ার্স আমি prince রহিমুদ্দিন এগেইন welcome জানাই আকাশ-বাতাস টিভি channel 420.00 এর পক্ষ থেকে ... প্রথম এ জানিয়ে দিচ্ছি শিরোনাম ...
“ মশক(মশা) বাহিনীর সাথে বিমান সংঘর্স ... ১০ জনের প্রানহানী”
“ আবুল কাসেন বলেছেন আমরা আগামীতে যোগাযোগে নোবেল পাব”
“ হারহরা খাতুন বলেছেন আমরা USA এর উপর কঠিন নজর রাখছি”
“ হাছিনা – খালেদার চাদে অবকাশ জাপন”
“ আশরাকুল সর্বকালের সেরা দৌড়বিদ নির্বাচিত”
“ আ-ভুল মাল বলেছেন অর্থনিতীতে পরেরবার আমার নামে নোবেল দেয়া হবে”
“ কাক সমাজে আমরন অনশন”
“ তিন তিনটি event এ ইভা বহমান এর অস্কার লাভ”
“ বকতান্ত্রিক সমাজ ব্যবস্থায় আমাদের নৈতিক মূল্য(price)বোধ – বইএর বিক্রির বের্কড”
“মহাবিজ্ঞানী স্যার আইখ্যাক oldton এর আলু+বালু+গোবর মিশ্রনে কৃত্তিম মস্তিস্ক আবিস্কার (রাজনিতীবিদ দের মাথা নিঃসন্দেহে)”
হ্যা ... চিপাচুপা আর অলিগলির latest news এর জন্য আমাদের সাথেই থাকুন ... ফিরে আসছি ছোট্ট একটা break নিয়ে so কত্থাও যাবেন না ... শুন্তে থাকুন আকাশ-বাতাস টিভি channel 420 তে।
থাক আর বিজ্ঞাপন আমি দিলুম না ...
এতক্ষন শিরোনাম শুনলেন এবার বিস্তারিত...
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর একটি জাম্বো বিমানের সাথে একঝাক মাতাল মশক বাহিনীর সংঘর্স ঘটে। বিশ্বস্ত সুত্রে জানা যায় সারা রাত নাইটক্লাবে “রশুরা” (রক্ত + শুরা ) পান করে মশাদের এই বিশাল বাহিনীটি পুরো মাতাল ছিল । তবে মজার বেপার হল সংঘর্সের ফলে দুইটি মশার প্রানহানী ঘটে । এই নিয়ে আজ মশা সমাজে সকাল সন্ধ্যা হরতাল কর্মসুচির ঘোসনা। সংঘর্স এর পরপরই বিমানটি গোত্তা খেতে খেতে নিচের দিকে পরতে থাকে এবং এক পর্যায়ে আগুন ধরে যায়। ভেতরে থাকা ১০ জন যাত্রীদের সবাই মারা যান। এই নিয়ে প্রধানমন্রী , রাষ্ট্রপতি , বিরোধীদলিয় নেত্রী গভীর শোক প্রকাশ করেছেন।
ছত্রাকলীগ বলেছে এটা বিরোধীদের গুপ্ত ষরযন্ত্র। নিহতদের সবাই ছত্রাকলীগ এর কর্মী ছিল।
ছত্রাকদল বলেছে দেশে আজ কোন নিরাপত্তা নাই, সরকার ব্যর্থ , আজ থেকে লাগাতার হরতাল।
( বাকিটুকুর জন্য অপেক্ষায় থাকুন , ধন্যবাদ )

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




