কবিতা লিখার ভুতটা মাথায় কিভাবে আসে খুব মনে নাই
তবে নিজের ভিতরের কিছু অবেক্ত কথাই কবিতার মাধ্যমে বলার চেষ্টা করি
বোধ সব কবিতা লেখক এর ক্ষেত্রেই এটা হয়
আমি এখান টায় লেখক বললাম কবি বলিনি
কারন কবিতা লেখকরা সাধারনত দুই ধরনের হয়
১। কষ্ট কবি (যাদের কবিতা প্রশব করতে কষ্ট হয়) - বোধ করি আমি এই দলের লোক
২। স্বভাব কবি ( এদের কথা আমরা আর বিশেষ কিছু বলার নাই)
যাক অনেক বকবক করে ফেললাম এবার কবিতাটা শুনাই (লিখি)
রজ্ঞমেলা
দুনিয়াটা একটা রজ্ঞমেলা
যাদেরই কিছু নেই তাদেরই জ্বালা
ধনীরা বসে বসে খায় শুধু কলা
গরিবের মুখের উপর ছুড়ে মারে ছোলা
দুনিয়াটা একটা রজ্ঞমেলা
ধনীরা গরিবের পয়সা মেরে
ভরে তাদের গোলা
দুনিয়াটা একটা রজ্ঞমেলা
ধনীরা কি জানে না পরে যাচ্ছে বেলা
বেলা পরে গেলে শেষ হবে খেলা
ভেংগে যাবে সব রজ্ঞমেলা।।
হা হা হা
ছোট বেলার লিখা তো পরে নিজেরই হাসি পাচ্ছে অনেক
কেউ পরলে কেমন লাগলো জানাবেন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




