
চট্টগ্রাম ইপিজেড-এ গত ১২ ডিসেম্বর ২০১০ এর শ্রমিক বিক্ষোভকালে আন্দোলনকারী শ্রমিকদের মধ্যে উপরের ছবির লুঙ্গি পরিহিত লোকদের দিকে আঙ্গুল নির্দেশ করে সরকার , মালিক পক্ষ এবং তাদের তাবেদার সংবাদ মাধ্যম বছরের পর বছর ধরে শুনে আসা ষড়যন্ত্র তত্ত্ব খুজছেন।
শ্রমিকদের সঙ্গে লুঙ্গি পরা লোকজন রাস্তায় নেমেছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তাহলে কি ধরে নিতে হবে শ্রমিকেরা অস্ত্র নিয়ে কাজে যায়?’
দৈনিক প্রথম আলো , ১২ ডিসেম্বর ২০১০।
মলিকা শ্রেনীর পক্ষে কথা বলবার জন্য লোকের অভাব নেই... সরকার আছেন , মন্ত্রীরা আছেন্।'আমিও' হাজির চেচিয়ে বলতে বলতে বিরোধী দলের গলা শুকিয়ে গেল বলে। আছে জাতীয় অর্থনীতির নিয়ন্ত্রক এফবিসসি্আই ,আরও কত গাল ভড়া সংগঠন । আছে পা চাটা উশিষ্ট ভোগী শ্রমিক লীগ আর শ্রমিক দলের নেতারা । সবার এককাঠি উপরে মালিক শ্রেনীর পয়সায় লালিত মূলধারা সংবাদ মাধ্যম।
অপর দিকে.......................
শ্রমিক পক্ষে একমাত্র শক্তি মনুষ্যত্বের একতা।
তাই মনুষ্যত্বের শক্তিতে আমি পাল্টা প্রশ্ন করতে চাই .......... নিচের ছবির বুট পরিহিত এই নরপশু কারা.....................

সর্বশেষ এডিট : ১৩ ই ডিসেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




