একুশ মানে মাতৃভাষা একুশ মানে বাংলা
বাতাস মুখরিত হলো শহীদ মায়ের কান্না।
একুশ মানে রাষ্ট্রভাষা বাংলা করার দাবি
সেই দাবিতে জন্ম নিল বাংলা একাডেমি।
একুশ মানে ইতিহাস হওয়া রক্তে রঞ্জন
ভাষা শহীদের অমরকীর্তি হল চিরন্তন।
একুশ মানে রফিক সালাম বরকত জব্বর
রক্ত দিয়ে তৈরি হলো শহীদ মিনার চত্বর।
একুশ মানে বজ্রমুষ্টি প্রতিবাদ কলোরব
বিশ্বসভায় বাংলা পেল জয়জয়জয়কার।
একুশ মানে হানাদার শকুন নির্মমতা পরাভূত
বাংলা মায়ের স্বপ্ন পেল পূর্ণতা সুধামৃত।
একুশ মানে অদম্য বল বাঁধভাঙ্গা উচ্ছ্বাস
দ্রোহের আগুনে জন্ম নিল অনন্ত বিশ্বাস।
একুশ মানে ভাটিয়ালি গান লালন নকসীকাঁথা
বিদ্রোহের কবি নজরুল জীবনানন্দের বনলতা।
একুশ মানে কীর্তনখোলা কপোতাক্ষ পদ্মানদী
ফুল-ফল ঋতুরঙ্গে সেজে ওঠে অপরূপা শ্যামলিনী।
একুশ মানে বারহাট্টা পল্টন চাঁদপুর মেডফোর্ড
ঐতিহাসিক ৭ই মার্চ ময়দান রেসকোর্স।
ছবির কৃতজ্ঞতা গুগল।