ছাগুরা ভয়েস চেইঞ্জার নামক যেই সফটওয়্যারের কথা বলছে ওই সফটওয়্যার দিয়ে আপনি যেই গলায় কথা দিবেন ওই গলাতেই বুঝা যাবে। অর্থাৎ, আপনি কারো ধারালো গলা থেকে সফটওয়্যারে দিলে সেটা ধারালোই শুনা যাবে আর নরম গলায় দিলে নরম শুনা যাবে। সাঈদীর ধারালো গলার বক্তব্যই আমরা এতদিন শুনে এসেছি, সাঈদীর এমন লুতুপুতু গলা আমরা কোনো বক্তব্যে শুনি নি। অর্থাৎ এটা যদি সফটওয়্যার দিয়ে বানানো হত তাহলে এই প্রেমালাপগুলো ধারালো গলায় তৈরি হত। এটা সাঈদীর প্রকৃত গলা বলেই আমরা একটা ন্যাচারাল ভয়েস শুনেছি। পুরো কথাগুলো এতটাই ন্যাচারাল ছিল যে কথার ধরণ অনুযায়ীই টোন উঠানামা করেছে। সুতরাং, এটা সফটওয়্যার দিয়ে তৈরি এমন ধারণা সম্পূর্ণই অমূলক।
ছাগুরা বুশের নকল কন্ঠের যেই লিংকটা দিচ্ছে আপনি ওই কথাটা শুনলেও দেখবেন ওখানে ভয়েসে কোনো উঠানামা হয় নি, পুরো কথাটাই একই টোনের ছিল। সুতরাং, এখান থেকেও বুঝা যায় বুশের কন্ঠ নকল, কিন্তু এই ফোনালাপে সাঈদীর কথাগুলো অবশ্যই সাঈদীর নিজের বলা।
আর এমন সফটওয়্যার আছে বলেই সাঈদীর ফোনরঙ্গ মিথ্যে হয়ে যায় না। যেমন বৈদ্যুতিক বাল্ব আবিষ্কারের পরে সূর্্যের আলো মিথ্যে হয়ে যায় নি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




