উন্নত দেশগুলো এবং জাতিসংঘ নাকি সাভারের উদ্ধার অভিযানে সহায়তা করতে চেয়েছিল। বাংলাদেশ নাকি সেই সাহায্য গ্রহণ করে নি। এই নিয়ে সমালোচনার শেষ নেই। আপাতদৃষ্টিতে এটিকে সমালোচনার বিষয়ও মনে হয়। কিন্তু, আবেগ দিয়ে না দেখে আসেন বাস্তবতাটা দেখি।
জাতিসংঘে উন্নত দেশগুলোর প্রতিনিধিরা বৈঠকে বসেছিল সাভার দুর্ঘটনার পরের দিন। সেই বৈঠকেই তারা সাভারের উদ্ধার অভিযানে উন্নত যন্ত্রপাতি দিয়ে সহায়তা করতে চেয়েছিল। তার মানে সিদ্ধান্ত নিতেই লেগেছিল ৩৬ ঘন্টার মত। ওরা সাহায্য নিয়ে আসতে আসতে লাগত কমপক্ষে আরো ২ দিন বা ৪৮ ঘন্টা। তার মানে সাড়ে তিন দিন বা ৮৪ ঘন্টা পরে ওদের সহায়তা এসে পৌঁছাতো। উদ্ধার অভিযান শুরু করতে এবং শুরু করার পরে ধ্বংসস্তূপ সরাতে আরো কয়েক ঘন্টা লাগতো, ওইটা না হয় বাদই দিলাম। সাধারণত, ৭২ ঘন্টা পরে জীবিত মানুষ পাওয়ার সম্ভাবনা খুব কম থাকে। সাভারেও আমরা তাই দেখেছি (৮৪ ঘন্টা পরে জীবিত মানুষ খুব কমই পাওয়া গেছে)। এবার বলেন তো ওরা আসার জন্য অপেক্ষা করলে যেই ২৫০০-এর উপরে জীবিত মানুষ পাওয়া গেছে ওদেরকে উদ্ধার করা সম্ভব হত? অথবা ৮৪ ঘন্টা পরে কাজ শুরু করলে খুব কি একটা লাভ হত?
সুতরাং এই ধরনের সমালোচনা করার আগে নিজের ম্যাচিউরিটি গ্রো-আপ করেন ভাইজানেরা।
যাই হোক, ওদের যদি এতই সহায়তা করার ইচ্ছা থাকে এখন নিহতদের পরিবার বা আহতদেরকে আর্থিক সহায়তা করুক। সেটাই সবচেয়ে ভাল হবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


