(এটা যখন পোস্ট করি তখন আমি ছিলাম নিবিড় পর্যবেক্ষণ এ
অনেকে তখন পড়তে পারেননি তাই আবার দিলাম...
রায়হান আর তার বউ মৌমিতা আজ খুব খুশী। তাদের একমাত্র মেয়ে মিতু জানেনা আজ বাসায় তার জন্য একটা সারপ্রাইজ অপেক্ষা করছে। রায়হানের খুব ইচ্ছে তার মেয়ে গাড়িতে করে স্কুলে যাবে, ঢাকার ব্যাস্ত রাস্তায় অসহ্য গরমে মেয়ে যেন কষ্ট না পায়। কিন্তু সুযোগ আর হয়েছিল কই... এক ধাক্কায় গাড়ী কিনে ফেলার মত খুব বেশী বেতন পায়না সে, অনেক হিসেব করে তাই খরচ করেছে এ কয়েক বছর। অবশেষে আজ তার সে স্বপ্ন পূরণ হতে চলেছে... মিতু স্কুল থেকে ফিরলেই তাকে নিয়ে রায়হান যাবে গাড়ী কিনতে...
“ হ্যালো মৌ... মিতুর স্কুল কি ছুটি হয়েছে?”
“হুম্ম...... আমি মিতু কে নিয়ে বাসায় আসছি, তোমার কাজ টা হয়েছে?”
“হ্যাঁ, আমি এইতো প্রায় বাসায় পৌঁছে গেছি... সাবধানে এসো”
“আচ্ছা... রাখি”
মিতুর হাত ধরে মৌমিতা দাঁড়ালো বাংলামটর ওভারব্রিজ এর নীচে। মিতু কে দিয়ে এসে প্রায়ই এভাবে রাস্তা পার হয় মৌমিতা। ব্রিজটার ওপরে একদিন একটা অচেনা লোকের বাজে কথা শোনার পর থেকে ওটা এড়িয়ে চলে সে।
“মা মা, ওভারব্রিজ দিয়ে রাস্তা পার হবেনা?”
“আরে কিছু হবেনা মা, আজকে বাসায় তোমার জন্য একটা সারপ্রাইজ রেখেছে তোমার আব্বু, চল চল... দেরি হয়ে যাবে...”
“না মা, চলনা আমরা ব্রিজ দিয়ে পার হই”
মেয়ের কথা শুনে বিরক্ত হল মৌমিতা, কিন্তু কি মনে করে যেন উঠলো ব্রিজ এ...
অর্ধেক পথ পার হয়ে হঠাৎ ব্রিজের নীচে বিকট আওয়াজ হল, মৌমিতা একপাশে সরে এসে তাকাল নীচের দিকে...... আর দেখল......
********
ঘটনা ২-
ফয়সাল তড়িঘড়ি করে ঘর থেকে বের হলো। বাবা মারা যাওয়ার পর সংসারের ভার কাঁধে এসে পড়েছিলো। কতো দৌড়াদৌড়ি করেছে একটা চাকরীর জন্য। অবশেষে একটা চাকরী পেয়েছে সে। বেতন খুব বেশী না, তবে আপাতত কাজ চলে যাবে। আজ তার চাকরীর প্রথম দিন আর আজি কিনা তার ঘুম ভাংল দেরিতে! উচিৎ হয়নি... তাই মা কে সালাম করেই দৌড়......
"মা দোয়া করো...যেন সব ঠিক থাকে "
"সাবধানে যাস"
.........
বাংলামটরের ওভারব্রিজ টা আজ যেন বেশ বড় লাগছিল তার কাছে......
"ধুর...আজ দেরি হয়ে গেছে...এম্নিতেই রাস্তা পার হই..."
একটু দূরে দ্রুত ছুটে আসা একটা বাস কে উপেক্ষা করে রাস্তা টা যেইনা পার হতে যাবে...
হঠাৎ ফয়সাল একটা প্রবল ধাক্কা খেল আর.........
*******
একটা ছোট্ট ভুল অনেক বড় স্বপ্নকে মুহূর্তেই ধূলিসাৎ করে দিতে পারে। বাংলাদেশে, বিশেষ করে ঢাকায় সড়ক দুর্ঘটনায় মৃত্যু এখন ভয়ানক আকার ধারন করেছে। দুর্ঘটনা এড়াতে আসুন রাস্তা পারাপারে সতর্ক হই। যেন অন্তত নিজের ভুলে আমাদের মৃত্যু না হয়......
সর্বশেষ এডিট : ১৮ ই আগস্ট, ২০১২ রাত ২:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


