পৃ ১৪
২০০১ সালের নির্বাচনটা যদি সত্যিকারভাবে নিরপেক্ষ হতো তাহলে আজ আর এই সমস্যা সৃষ্টি হতো না, মানুষের এই ভোগান্তি হতো না।
পৃ ১৬
আমার ভাইয়েরা ক্যাপ্টেন শেখ কামাল ও লে. শেখ জামাল দু’জনই কিন্তু মুক্তিযোদ্ধা ছিল।
পৃ ২৪
বিএনপির নেতাদের উদ্দেশ্য করতে গিয়ে এ কথা বলা, ‘রাতারাতি ২০-২৫টি শিল্প কারখানার মালিক, হাজার হাজার একর জমি স্বনামে বেনামে।’
পৃ ২৫
আমি তাকে বললাম, আমার সামনে নির্বাচন, আমেরিকার প্রেসিডেন্ট যখন চেয়ার তুলে দিয়েছেন তখন নির্বাচন নিশ্চয়ই জিতে যাব।
পৃ ৪৬
উপরের বিষয়টি ছিল, ইতালীতে অনুষ্ঠিত জি-৮ এর সম্মলনে হঠাৎ শেখ হাসিনার চেয়ার থেকে পরে যান। তৎকালীন আমেরিকার প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশ শেখ হাসিনার চেয়ার তুলে দেয়। তখন তিনি উপরের কথাটি বলেন।
সর্বশেষ এডিট : ২৩ শে মে, ২০১০ দুপুর ১:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




