এর ব্যাখ্যা দেয়া প্রয়োজন। শাবিপ্রবিতে কর্মরত সাংবাদকিগণ প্রশাসনের বিভিন্ন অপকর্মের বিরুদ্ধে একের পর এক সংবাদ পরিবেশন করছিল। এই ক্ষেত্রে স্থানীয় পত্রিকাগুলো এগিয়ে ছিল।
স্যার বা স্যারের স্ত্রী কখনো দুর্ণীতি করেন না। এমনকি দুর্ণীতির আশপাশ দিয়েও যান না। এটা ১০০ ভাগ সত্য কথা।
কিন্তু উনাদের আশে পাশের লোকজন ১০০ ভাগ দুর্ণীতিবাজ। তবে তারা অনেক চতুর। জাফর স্যার ও ইয়াসমিন মেমকে ব্যাবহার করে দুর্ণীতি করে লাখ লাখ টাকার মালিক হয়ে যাচ্ছে। কিন্তু স্যাররা এটা কোন ভাবেই বুঝতে পারছেন না।
জাফর স্যার ইয়ামিন মেম তাদের অনেক বিশ্বাস করেন এবং পছন্দ করেন।
ক্যাম্পাসের কয়েক জন স্থানীয় পত্রিকার সাংবাদিক তাদের ঐ বিশ্বাস ভাজনদের দুর্ণীতি পত্রিকা প্রকাশ করে দেয়। আর এতেই এই অবস্থার সৃষ্টি।
আরো বিস্তারিত কিছু জানতে চাইলে বলবেন...
আমি জানাবো।
সব সমস্যার একটা গ্রহণযোগ্য সমধান হওয়া প্রয়োজন। আমি নিজে স্যারকে অনেক পছন্দ করি। যখন দেখি স্যার কোন চতুর দুর্ণীতিবাজের মাধ্যমে ব্যবহার হচ্ছেন, তখন আমার অনেক খারাপ লাগে। শুধু আমার না আমাদের ক্যাম্পাসের আট হাজার শিক্ষার্থীরও খারাপ লাগে।
যে সংবাদ নিয়ে এতো বিতর্ক তার লিংক: Click This Link

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


