সামহোয়্যার ইন ব্লগের যাত্রা শুরু হয়েছিলো সাধারণ মানুষের কথা বলার একটি স্বাধীন মঞ্চ হিসাবে, যেখানে সবাই তাদের চিন্তা, মতামত, সৃজনশীলতা বিনিময় করতে পারবে। চিন্তাধারা যতই চরম-পন্থী(radical) কিংবা রক্ষণশীল (conservative) হোক না কেন, তার স্বাধীন মত প্রকাশকে আমরা সমর্থন করি, যতক্ষণ না তা রাষ্টীয় আইন বা অন্যের ব্যাক্তি স্বাধীনতা লঙ্ঘন করে।
আজ আবার ব্লাগিং এর শর্তগুলো পড়েছি। শর্তগুলো খুবই চমৎকার এবং সহজ।
আসলে দুই জন মানুষের দুইটা মত থাকবে এটাই স্বাভাবিক। বাস্তব।
তাই একটা ভিন্ন মত থাকতেই পারে। গতকাল দেশের একটি অনলাইন নিউজপোর্টালকে দেখলাম তারা সামু'র বিরুদ্ধে নিউজ করেছে। যে সাংবাদিক নিবন্ধনটি লিখেছেন তারা মেধা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। একই সাথে পত্রিকাটির সম্পাদক লেভেলের লোকজনের।
আমার মনে হয়, ঐ পত্রিকা কর্তৃপক্ষের ব্লগিং বিষয়ে ধারণা খুবই কম। (যেমনটি করেছিল মালালা টুইট নিয়ে সংবাদ শিরোনাম করে। ঐ সংবাদ করে পত্রিকার কর্তৃপক্ষ শুধু নিজেকে না দেশকেও হাস্যকর পাত্রে পরিণত করেছিল। )
জনাব অনলাইন নিউজপোর্টাল কোন বিষয়ে নিউজ করার আগে সেই সম্পর্কে জানতে হয়। তার ভিতরে প্রবেশ করতে হয়। যারা জানে, তাদের মতামত নিতে হয়। আবেগঘন দুই লাইন লেখে দিয়ে সমস্যার সৃষ্টি করা যায়। সমধান নয়।
আগে ব্লগিং নিয়ে ধারণা নেন। তারপর লিখুন।
জনাব অনলাইন নিউজপোর্টাল সামু'র বিরুদ্ধে লেখার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আপনার লেখা সরিয়ে ফেলুন। নিজেকে হাসির পাত্র বানাবেন না।
ভাগ্য ভালো, আপনি টুইটার বা ফেইসবুকে বলেননি প্রজন্ম চত্বর বিরোধী।
সর্বশেষ এডিট : ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




