বর্তমানে আমাদের সরকার প্রধান থেকে নিয়ে মন্ত্রী -প্রতি মন্ত্রী এমনকি পাতি নেতারা মনে হয় আমিনী আতংকে ভুগছে । হরতাল শেষ হল সেই ৪ঠা এপ্রিল কিন্তু এখনও মনে হয় যেন তা সরকারকে তাড়া করে ফিরছে । প্রায় প্রতিদিন তারা আমিনী সাহেবকে নিয়ে বক্তৃতা বিবৃতি দিচ্ছে । সম্প্রতি আমিনী সাহেবের ছেলে গুম হয়েছে । এটা খুবই সংকীর্নতার পরিচয় । তার সন্তানের মঙ্গল কামনা করছি । মাননীয় প্রধানমন্ত্রী আজ বলেছেন : আমিনী নারী নীতি নিয়ে পানি ঘোলা করছে । আসলে পানি ঘোলা কে করেছে ? আমিনী সাহেব না সরকার? নারী নীতির ১৬.১ ধারায় বলা হয়েছে : বাংলাদেশে সংবিধানের আলোকে রাষ্ট্রীয় ও জীবনের সকল ক্ষেত্রে নারী পুরুষের সমান অধিকার প্রতিষ্ঠা করা । : এটা কি কুরআন সুন্নাহ বিরোধী নয় । আল্লাহ তায়ালা অনেক ক্ষেত্রে নারীদেরকে পুরুষের চেয়ে বেশি অধিকার দিয়েছেন । যেমন ; কন্যা সন্তানের খোর পোষ পিতা বা অভিভাবককে বহন করতে হয় তার বিয়ে হওয়া পর্যন্ত । অথচ ছেলের বেলায় তা হল বালেগ (সাবালক ) হওয়া পর্যন্ত । বিবাহের সময় স্ত্রীকে মহর দেওয়া স্বামীর দায়িত্বে । এক্ষেত্রে স্ত্রীর কোন দায়িত্ব নেই। বিবাহের পর স্ত্রীর ও সন্তানের খোরপোষ বহন করতে হয় স্বামীকে , স্ত্রীকে এমন কোন দায়িত্ব নিতে হয়না । এমন আরো অনেক উদাহরন রয়েছে ।আবার অনেক বিষয় রয়েছে যেখানে দায়িত্ব ও কর্তৃত্ব দেওয়া হয়েছে পুরুষকে । উত্তরাধিকারের ক্ষেত্রে আল্লাহ তায়ালা পুরুষকে দুইজন নারীর সমান অংশ দিয়েছেন । এটা কুরআনের ষ্পষ্ট বিধান । নারী নীতির ১৬.১ এর ধারাটি অল্লাহ তায়ালার দেয়া অনেক বিধানের সাথে সাংঘর্ষিক । তাই এটা শুধু আমিনী সাহেবের একা প্রতিবাদ করার বিষয় নয় । সত্যিকারের সকল মুসলমানের দায়িত্ব ।
সর্বশেষ এডিট : ১৮ ই এপ্রিল, ২০১১ রাত ১২:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




