এক পা, দু’পা করে উঠেছিলাম নীল পাহাড়ে
অসতর্ক পা দু’টো কিন্তু বুঝতেই পারেনি এত সহজ নয়।
ধীরে ধীরে ওরা উপরের দিকে উঠতে লাগলো
ওদের দৃষ্টি এখন চূড়ার দিকে, নিচের দিকে তাকানোর কোন খেয়াল নেই।
চূড়ায় উঠে পৃথিবীর সব সৌন্দর্য দেখবে বলে ওরা শপথ করেছে
কিন্তু হঠাৎ কি হলো ! আমার ভার পা দু’টো নিতে পারছে না কেনো ?
আমার পা থেকে [...]

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




