উপকরণ : তরমুজ ১ টি, চিনি ৫০ গ্রাম, পানি ১০০ মিলি।
প্রণালী :
প্রথমে তরমুজ ছোট ছোট করে টুকরো করিতে হইবে।
তিন আঙুলের এক চিমটি দ্বারা বিচি আলাদা করিয়া একটা পাত্রে রাখুন।
তরমুজের বিচি, পানি ও চিনির সাথে মিশাইয়া ব্লেন্ডারে ভালোভাবে ব্লেন্ড করিয়া নিন।
তৈরি হইয়া গেলো তরমুজের বিচির শরবত।
একটি গ্লাসে ঢেলে সুন্দরভাবে সাজিয়ে পরিবেশন করুন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




