রাজশাহীর বাগমারায় গতকাল বৃহস্পতিবার এক জনসভায় উপস্থিত লোকজনকে তিনি নৌকায় ভোট দেওয়ার ওয়াদা করান। ৩৫ মিনিটের বক্তব্যে প্রধানমন্ত্রী বিরোধী দলের সমালোচনা ছাড়াও দেশ ও বাগমারার উন্নয়নের চিত্র তুলে ধরে বক্তব্য দিলেও এলাকার উন্নয়ন ও জনগণের দাবির বিষয়ে কিছু বলেননি। কোনো আশ্বাসও দেননি।
সাথে করেছেন মিথ্যাচার , তিনি দাবী করেন " আমরা ক্ষমতায় আসার পর বাগমারাকে বাংলা ভাই, জঙ্গিমুক্ত করেছি।’
প্রথম আলোর লিংক
অনুরূপ ভাবে তাঁর সন্তান সজীব ওয়াজেদ জয় গত ২১ আগস্টে তাঁর ফেসবুক পেজ এ দাবি করেছিলেন, রমনা বটমূলে বোমা হামলা বিএনপি-জামায়াত জোটের আমলে হয়েছিল!
সজীব ওয়াজেদ জয়ের ফেসবুক স্ট্যাটাসের লিঙ্ক
প্রকৃত ঘটনা হলো, শেখ হাসিনার প্রথম শাসনামলেই ওই ধরনের জঙ্গি কার্যক্রমের সূচনা হয়।রমনা বটমূলে পহেলা বৈশাখে বোমা হামলাটি জয়ের মাতৃদেবীর শাসনামলে ২০০১ সালের ১৪ এপ্রিলে হয়েছিল। বিএনপি-জামায়াত জোট আমলেও ওই স্টাইলে জঙ্গি হামলা চলছিল। পরে খালেদা জিয়ার সরকারই শায়খ আবদুর রহমান, বাংলাভাইকে গ্রেফতার, বিচার ও ফাঁসি দিয়েছিল। মুফতি হান্নানকেও খালেদা জিয়ার সরকার ২০০৫ সালের ৩০ সেপ্টেম্বর গ্রেফতার করেছিল।
তাঁকে দিয়ে হীন রাজনীতি করার জন্যাই কিন্তু মইন-ফখরুদ্দীন ও পরে হাসিনা সরকারই মুফতি হান্নানের বিচার প্রক্রিয়া ধীর করে দেয়।
আর শায়খ আবদুর রহমান কার আত্বিয় সেই পরিচয় সবাই জানে ।
তাই মা এবং ছেলে স্বরন করে দিতে চাই এই ৭২-৭৫ না সকল মিথ্যাচার চাপা পড়ে যাবে । এইটা ২০১৩ এখন আমরা ব্লগ দিয়ে ইন্টারনেট চালাই ।
এমন সত্যবাদী মা ছেলে থেকে আল্লাহ্ আমার সোনার বাংলাদেশ এবং আমাদেরকে হেফাজত করুন ।
সর্বশেষ এডিট : ০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



