
5-G দিয়ে কি করবেন যদি আপনার অবকাঠামো ঠিক না হয়? গত ৪ দিন ধরে অনলাইনে ট্রেনের টিকেট কাটার চেষ্টা করেও লগইন টিকেট কাটতে পারলাম না। একবার টিকেট পর্যন্ত গেল, পেমেন্ট অপশনে গিয়ে ব্রাউজার হ্যাং। ঠিক এক ঘন্টা পর ওয়েবসাইটে ঢুকা যায়, কিন্ত ততক্ষণে আর কোন টিকেট অবশিষ্ট থাকে না। ম্যাসেজ আসে mobile quota seats not available।
আজকে সারাদিন তো ওয়েবসাইট এর হদিস নাই। ওয়েবপেইজ ই ওপেন হচ্ছে না। একটা রাষ্ট্রীয় সংস্থার অধীনে পরিচালিত ওয়েবসাইটের এমন অবস্থা হবে কেন?
ঈদের সময় অনলাইনে যারা ট্রেনের টিকেট কাটেন, তারা মোটামোটি এই সমস্যার সাথে পরিচিত। এটা থেকে পরিত্রাণের কোন উপায় কি কেউ খোঁজার চেষ্টা করেছে? একই অবস্থা হয় যখন কোন পাবলিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়।
সর্বশেষ এডিট : ১২ ই আগস্ট, ২০১৮ রাত ১১:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


