
কেউ কি একবার ভেবে দেখেছেন, রংপুর কিংবা কক্সবাজার থেকে একজন মেয়ে পরীক্ষার্থী ঢাবিতে পুনরায় পরীক্ষা দিতে আসার জন্য তার পরিবারের কত টাকা খরচ হয়?
পুনরায় পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে ঢাবির যা করণীয়:
১। ঢাকার বাইরে থেকে আসা সকল ছাত্রছাত্রীদের একজন অভিভাবক সহ ঢাকা শহরে আসা যাওয়ার যাবতীয় খরচ বহন করা উচিত। এক্ষেত্রে বাস/ ট্রেনের টিকেট এর সম পরিমাণ ভাড়া প্রদান করা উচিত পরীক্ষার হলেই। বাস টার্মিনাল, ট্রেন কিংবা লঞ্চ ঘাট থেকে ঢাবি পর্যন্ত যাওয়ার ভাড়াও দেওয়া উচিত।
২। পরীক্ষার আগের রাত্রে একরাত হোটেলে থাকা এবং খাওয়া দাওয়ার জন্য একটা নির্দিষ্ট হারে টাকা দেওয়া উচিত।
৩। ছাত্রছাত্রীদের, তাদের অভিভাবকদের পুনরায় পরীক্ষা নামক মানসিক যন্ত্রণায় ফেলার জন্য ঢাবির আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়া উচিত
একটা আনুমানিক খরচ:
দুইজনের বাস ভাড়া ৭০০*২*২ =২৮০০ টাকা
হোটেল, খাওয়া দাওয়া = ১০০০ টাকা
ট্যাক্সি, সিএনজি, রিক্সা ভাড়া = ২০০ টাকা
সর্বসাকুল্যে ৪০০০ টাকা।
অভিভাবকের সময়ের দামের কোন হিসাব করা হলো না।
ছবি: ইত্তেফাক থেকে নেওয়া।
সর্বশেষ এডিট : ২৩ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


