হেফাজতে ইসলামের চেয়ারম্যান আল্লামা শফি সাহেবের কয়েকটি বই থেকে কিছু বাক্য নিচে দেয়া হলো
১। ভিত্তিহীন প্রশ্নাবলীর মূলৎপাটন- অনুবাদ আল্লামা শফী
‘‘ আল্লাহ পাক মিথ্যা কথা বলার ক্ষমতা রাখেন কিন্তু বলেন না। আল্লাহ পাক ওয়াদা খেলাফ করার ক্ষমতা রাখেন কিন্তু রাখেন না”
২। ত্বাকভিয়াতুল ঈমান- পৃষ্ঠা ৬১
‘‘নবী হযরত মুহাম্মদ (সঃ) আমাদের বড় ভাইয়ের মত, উনাকে বড় ভাইয়ের মতো সম্মান কর, এর বেশী নয়।”(নাউযুবিল্লাহ)
“নবীর মর্যাদা উম্মতের মধ্যে আমাদের গ্রামের চৌধুরী ও জমিদারের মতো।” (নাউযুবিল্লাহ)
আমাদের সকল নবীপ্রেমিক উম্মতে মোহাম্মদীকে এই ভন্ড, প্রতারকের কাছ থেকে দূরে থাকতে হবে। মহান আল্লাহ পাক এই ভন্ড হেফাজতে ইসলামের কাছ থেকে হেফাজতে রাখুন। আমিন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



