ঘুমুতে যওয়া আর ঘুম ভাঙ্গার মাঝে এখন আর কোনো ব্যবধান নেই আর। কি ভাবে যে ভোর হয়ে যায় নিজেও জানিনা। সারাদিন অক্লান্ত পরিশ্রম শেষে ঘরে ফেরা অতঃপর সারাদিনের হিসেব নিকেশের ফল সামান্ন কিছু তবে পিছিয়ে নেই, কাজের কোনো গাফিলতিও নেই। এভাবে কিভাবে যে চলছে তা শুধু উপরের তিনি র আমি জানি। কাউকে কিছু বলার নেই আমার, কি বলব আমি? কিবা বলার আছে? পরিবার সমাজ পরিজন সবাই নিজেদের নিয়ে ব্যস্ত। কোনো ভুলেই সবাই চেপে ধরার জন্য যেন বসে আছে, ভাল কাজেও কোনো ভালর আশা করি না আমি কারন এই ভালর কোনো শেষ নেই। ২৬ বছরের এই ছোটো পথচলায় নিশশাস এখনি দীর্ঘশাশ হয়ে দাড়িয়েছে।
নিরবে ঘুম ভাঙ্গে, আকাশের দিকে তাকিয়ে ভাবি এভাবে আর কতদিন? এভাবেই হয়ত শেষ হয়ে যাবে একদিন। তবে পিছনের সময়,মন্দ নয়। ভাল কে সঙ্গী করেই সব ছেড়ে বহুদুরে। বহুদুরে ওই আকাশ হয়ে থাকতে চাই...
।ঘুমুতে যওয়া আর ঘুম ভাঙ্গার মাঝে এখন আর কোনো ব্যবধান নেই আর। কি ভাবে যে ভোর হয়ে যায় নিজেও জানিনা। সারাদিন অক্লান্ত পরিশ্রম শেষে ঘরে ফেরা অতঃপর সারাদিনের হিসেব নিকেশের ফল সামান্ন কিছু তবে পিছিয়ে নেই, কাজের কোনো গাফিলতিও নেই। এভাবে কিভাবে যে চলছে তা শুধু উপরের তিনি র আমি জানি। কাউকে কিছু বলার নেই আমার, কি বলব আমি? কিবা বলার আছে? পরিবার সমাজ পরিজন সবাই নিজেদের নিয়ে ব্যস্ত। কোনো ভুলেই সবাই চেপে ধরার জন্য যেন বসে আছে, ভাল কাজেও কোনো ভালর আশা করি না আমি কারন এই ভালর কোনো শেষ নেই। ২৬ বছরের এই ছোটো পথচলায় নিশশাস এখনি দীর্ঘশাশ হয়ে দাড়িয়েছে।
নিরবে ঘুম ভাঙ্গে, আকাশের দিকে তাকিয়ে ভাবি এভাবে আর কতদিন? এভাবেই হয়ত শেষ হয়ে যাবে একদিন। তবে পিছনের সময়,মন্দ নয়। ভাল কে সঙ্গী করেই সব ছেড়ে বহুদুরে। বহুদুরে ওই আকাশ হয়ে থাকতে চাই...
সর্বশেষ এডিট : ২৯ শে সেপ্টেম্বর, ২০১০ সকাল ১১:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




