বিভিন্ন ধর্ম বা ধর্মগ্রন্থ সম্পর্কে না জেনে কিংবা অজ্ঞতাবশত আমরা প্রায়ই নেতিবাচক মন্তব্য করে থাকি। আসলে এই ধরনের মন্তব্যের কারন সংশ্লিস্ট ধর্মানুসারীদের অজ্ঞতা, কুসংস্কার এবং সুষ্ঠু জ্ঞান চর্চা ও ব্যবহারের অভাব। আসলে সকল ধর্মগ্রন্থই মানুষকে কল্যানের পথের দিক নির্দেশনা দিয়ে থাকে। আমরা মানুষেরাই ধর্মকে সামনে রেখে ধর্মের অপব্যবহার করে থাকি, এতে আমরা নিজেরা ছোটতো হইই, নিজ ধর্মথেকেও আমাদের দুরত্ত দিন দিন বাড়তে থাকে। এখানে আমার নিজ সংগৃহীত কিছু ধর্মকথা তুলে ধরার চেস্টা করেছি যা আমাদের বিভিন্ন ধর্ম ও ধর্মগ্রন্থ সম্পর্কে হীনমন্যতা দূর করার পথে এগিয়ে যেতে সাহায্য করবে...
ইহুদি ধর্মগ্রন্থ “তালমুদ”, তার থেকে একটি ছোট উক্তি আপনাদের জন্য প্রকাশ করছি...
“লোহা শক্তিশালী কিন্তু আগুন তাকে গলিয়ে দেয়,
আগুন শক্তিশালী কিন্তু পানি তাকে নিভিয়ে দেয়,
পানি শক্তিশালী কিন্তু সূর্য তাকে বাস্প করে দেয়,
সূর্য শক্তিশালী কিন্তু মেঘ তাকে ঢেকে দেয়,
মেঘ শক্তিশালী কিন্তু বাতাস তাকে তাড়িয়ে দেয়,
বাতাস শক্তিশালী কিন্তু মানুশ তাকে রুদ্ধ করতে পারে,
মানুশ শক্তিশালী কিন্তু ভয় তাকে কাতর করে,
ভয় শক্তিশালী কিন্তু মৃত্যু তাকে গ্রাস করে,
কিন্তু সবার চেয়ে অধিক শক্তিশালী
দয়া-দাক্ষিন্য ও বদান্যতা
কারন সেসব মৃত্যুর পরও বেচেঁ থাকে”

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




