প্রত্যন্ত গ্রামের ছোট স্কুলের অকিঞ্চিতকর ঘটনা প্রথম আলোর ফার্স্ট পেজ হেডলাইন হতে পারে যদি সেখানে গ্রামের অশিক্ষিত ব্যাক্তির মুখে কিছু দাড়ি আর পাঞ্জাবি থাকে অথচ ঢাকার ভিকারুন্নেসা স্কুলের নিউজ কভারেজ করতে চায় না ।
ভিডিও টা দেখলেই বুজা যায় যে , মেয়েকে চাকরির প্রলোভন বা এই টাইপ কিছুর লোভ দেখিয়ে এই কাজটি করতে বাধ্য করেছে ।এই রকম একটা হয়তো ফাস হয়ে গেছে , তাহলে বুজুন, এরকম কয়টা মেয়েকে তারা এইসব করতে বাধ্য করেছে ।
অথচ তারা সারা বছর নারী আন্দোলন করে , গোল টেবিল বৈঠক করে, আমদেরকের কিভাবে নারীদের সম্মান দিতে হবে এইসব শেখায় ।
তাদের শ্লোগান, নারীর প্রতি সহিংতা বন্ধ করুন !!!!!!!
বদলে যাও , বদলে দাও !!!!!!!!!!
Click This Link

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




