আজ আমি বিশ্বের সেরা হবো।
হাটতে হাটতে হয়তো পৌঁছে যাবো আমি বিদেশী মাটিতে,
তবুও থামবোনা আমি।
মাথার ঘাম যতক্ষন না আক্ষরিক অর্থে পায়ে পড়ে
ততক্ষন পর্যন্ত আমি হাটতেই থাকবো।
হাটতে হাটতে আমার পায়ের অবশেষ না থাকলেও
আমার শেষ দম পর্যন্ত আমি হেটেই যাবো।
স্থবির বসে এই নিদারুন-দারুন পৃথিবীর অনেক রূপই আমি দেখেছি।
আরো অনেক বাকি।
আরো অনেক বাকি পৃথিবীর রঙ, রস, রূপ দেখার;
ততক্ষন আমি বেঁচে না থাকি,
আমার শেষ ইচ্ছা অতৃপ্ত আত্মা হয়ে ঘুরে বেড়াবে।
আমি জানি আমার এই ইচ্ছা পূরণ হবার নয়,
পৃথিবীর মায়া ত্যাগ করতে না পেরেই তো
এই চিরস্থায়ী বন্দোবস্ত।
=============================================
অনেক বানান ভূল থাকতে পারে। ক্ষমা চেয়ে রাখছি আগেই যাতে করে বকা ঝকার পালাটা কম বলে মনে হয় আমার কাছে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




