স্বপ্নে আমি তোমার সঙ্গে কথা বলি, গল্প করি।
জেগে যাওয়ার পরও
যেন মনে হয় আমি ঘুমিয়েই আছি।
ঘুমে অথবা জাগরনে, আমি তোমাকেই দেখি,
তোমার কথাই ভাবি।
তোমার কথাই আমি ভাবি সর্বক্ষণ।
বাস্তবে তোমার কোনো চিন্হ নেই!
যেন তুমি অবাস্তব,
যেন তুমি পরাবাস্তব,
যেন তুমি কল্পনা।
কল্পনা হলেও...
জীবন মৃত্যু থেকেও তুমি সত্য আমার কাছে।
আমার এ দেহ মাটিতে মিশে যাবার আগে,
আমার এ দেহ বাতাসে মিশে যাবার আগে,
আমি চাইছি আমার শেষ ইচ্ছা পূর্ণ হোক।
আমি তোমার দু'হাত আমার বুকে চেপে ধরে,
আমার অসহনীয় শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চাই।
অনেক কষ্ট দিয়েছি তোমাদের সবাইকে।
এবার অন্ততঃ কষ্টের অবসান হোক।
আমার, শেষ ইচ্ছা পূর্ণ হোক।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




