নিষিদ্ধ যা কিছু আছে এই পৃথিবীতে;
তার স্বাদ নিতে চাই।
আমি তার সবগুলোর স্বাদ নিতে চাই।
কোনোটাই বাদ দেবোনা।
দৃশ্য শব্দ গন্ধ স্বাদ স্পর্ষ
আমার সব ইন্দ্রিয়কে কাজে লাগিয়ে বিশ্রামে যাবো।
অনন্ত বিশ্রামে।
আরো একটা অনুভূতি অবশ্য বাকি রয়ে গেলো...
অনুভূতি।
আমার অনুভূতিকেও আমি নিষিদ্ধ জিনিষ উপহার দেবো।
আজ আমি পৃথিবী কে নিষিদ্ধ ইস্তেহার জারী করবো।
নিষিদ্ধ ইস্তেহার পড়তে পড়তে শান্তিতে শীতঘুমে যাবো।
শীতঘুম থেকে না জাগার সম্ভাবনাই প্রবল।
আর জেগে গেলে......!
আবার নিষিদ্ধ জিনিষের চোরাচালান করবো।
আমি পৃথিবী তে নিষিদ্ধ ইস্তেহার জারী করবো।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




