দিনের শেষে তোমার সাথে,
একবার কথা বল্লেই আমার ক্লান্তি দূর হয়ে যায়।
তাই কারনে অকারনে আমি তোমার সাথে কথা বলার চেষ্টা করি।
দেখা নাহয় নাই হয়,
কথাতো আমরা বলতেই পারি....নয় কি?
চলো আমরা দু'জনে চলে যাই অনেক দূরে।
দূরে কোথাও, যেখানে কেউ থাকবেনা আশে পাশে।
শুধু তুমি, আর, আমি। আর কেউ না।
সারাদিন গল্প করব, খুনসুটি করব,
তোমাকে রাগিয়ে দিয়ে আমি হাসব।
রাগ ভাঙিয়ে তোমার মুখের দিকে তাকিয়ে থাকব।
অপলকে দেখব তোমার নিষ্পাপ অনাবিল হাসি।
দেখতে দেখতে চিৎকার করে পৃথিবীকে জানিয়ে দেব...
এখন মরে গেলেও সুখ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




