দিনের শেষে ঘুমের দেশে তোমার সাথে,
তোমার সাথে একবার কথা বলতে চাই।
একবার কথা বল্লেই আমার সব ক্লান্তি দূর হয়ে যাবে।
তাই যখন তখন কারনে অকারনে আমি তোমাকে
বিরক্ত করি। তোমার সাথে কথা বলার চেষ্টা করি।
আমাদের কি কখনো দেখা হবে?....
আমরা কি তথাকথিত প্রেমিক-প্রেমিকাদের মত,
বেরাতে যেতে পারিনা দূরে কোথাও?
নাকি লোকলজ্জা ভয়, তোমাকে কুঁড়ে খাচ্ছে?
দেখা নাহয় নাই হল, তবুও
আমরা না হয় কথাই বলি।....তুমি রাজি থাকলেই অবশ্য।
অথবা সাহস করে চলোনা আমরা দু'জনে চলে যাই অনেক দূরে।
যেখানে কেউ থাকবেনা আশে পাশে, শুধু তুমি আর আমি।
আর কেউ না। সারাদিন গল্প করব, খুনসুটি করব,
তোমাকে রাগিয়ে দিয়ে আমি হাসব।
অনেক পরে রাগ ভাঙিয়ে তোমার মুখের দিকে তাকিয়েই থাকব।
অপলকে দেখব তোমার নিষ্পাপ অনাবিল হাসি।
দেখতে দেখতে আমার মন আনন্দে কানায় কানায় ভরে উঠবে।
আর তখনই হঠাৎ তোমাকে অবাক করে আমি চিৎকার দিয়ে পৃথিবীকে জানিয়ে দেব...
বিদায়... বিদায় দাও এবার আমাকে,
এবার মরে গেলেও সুখ,
আর কিছুই পাওয়ার নেই আমার তোমার কাছে,
আর কিছুই পাওয়ার নেই আমার তোমাদের কাছে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




