হয়তোবা আর-কোন দিন আমি, দেখিব না তারে;
যারে আমি খুঁজিয়াছি পৃথিবীর পারে,
সহস্র বছর ধরে নগরে নগরে।
বারে বারে ঘুরিয়াছি সভ্যতার আনাচে-কানাচেতে -
বন্দরে বন্দরে ডিঙি মোর করিয়াছি নোঙর,
কত রাত মাঠে মাঠে পথে পথে হইয়াছে ভোর।
কত সন্ধ্যা গোধূলির কত ক্ষন নদীর তটে বসে
খুঁজিয়াছি তারে আমি কত দেশে দেশে,
বেদনার নদী-জলে কত বার করিয়াছি স্নান;
খুজিয়াছি তারে আমি দিনের আলো কিম্বা রাত্রির অন্ধকারে
যখন সূর্য হয় ম্লান।
তারে আমি চাহিয়াছি যুগ যুগ ধরে জন্ম জন্মান্তরে,
আমি তারে চাহিয়াছি প্রতিটি নিশ্বাসে প্রতিটি পদে পদে আমার এই বুকের ভিতরে।
সর্বশেষ এডিট : ১১ ই অক্টোবর, ২০২২ রাত ১:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




